রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 13 June, 2019 11:47 AM IST

মাকীটা এর নতুন শো-রুম উত্তরাখন্ডের কৃষকদের আরো উন্নত ও লাভবান করবে। আমাদের দেশে উদ্দ্যানপালন একটি বৃহত্তর ক্ষেত্র যার আকার ক্রমশ বেড়ে চলেছে। উদ্দ্যানপালন উপকরণ প্রস্তুত কোম্পানী মাকীটা ইন্ডিয়া উদ্দ্যানপালন উপকরণের বাজার বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই কোম্পানী উদ্দ্যানপালনের জন্য মুখ্যরূপে চেন-শ, ব্লোয়ার, লন মোয়ার, ব্রাশ কাটার, হেজ ট্রিমার, পাওয়ার কাটার ও ট্রিমার বানায়। এছাড়া এই কোম্পানী আরো অন্যান্য কৃষিতে প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করে।

এই কোম্পানী দেশের প্রায় সব রাজ্যগুলিতেই ব্যবসা করতে শুরু করেছে। সম্প্রতি এই কোম্পানী উত্তরাখন্ডের রুদ্রপুরে নিজের শো-রুম তৈরী করেছে। এই শো-রুমের  উদঘাটন করলেন কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর। অনুষ্ঠানে উপস্থিত ছিল মাকীটার পুরো টিম। মাকীটার প্রতিনিধি শ্রী জসবির বললেন এই শোরুমের মাধ্যমে উত্তরাখন্ডের উদ্দ্যানপালক কৃষকর  অত্যন্ত লাভবান হবে। তারা উন্নত প্রযুক্তিতে উদ্দ্যানপালনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণগুলি এই শো-রুম থেকে সংগ্রহ করে নিতে পারবেন। এর ফলে এখানকার উদ্দ্যানপালক কৃষকদের খুবই সুবিধা হবে।

মাকীটার এই শো-রুম রুদ্রপুরের আবাস বিকাশ ওয়ার্ড নং- ১৯, নিউ ওয়ার্ড নং -১ , এম আই জি – ৪৮।

উৎসাহী কৃষকেরা এই ঠিকানায় পৌঁছে মাকীটার কৃষি উপকরণগুলি কিনতে পারবেন।

রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: Makita's-new-showroom-will-be-beneficial-for-uttarakhand-farmers
Published on: 13 June 2019, 11:46 IST