পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। জেতার তাগিদে ইতিমধ্যেই একাধিক কর্মসূচির ঘোষণা করেছে রাজ্যের শাসকদল। এবার আরও একটি মাস্টারস্ট্রোক মমতার। আজ ১০০০ কোটির প্রকল্প উপহার দেবেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের। আজ পূর্ব মেদিনীপুরে পৌঁছেই তিন লক্ষ মানুষের হাতে তুলে দেবেন বিভিন্ন প্রকল্পের পরিষেবা। পাশাপাশি প্রায় ১০০০ কোটির প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
এই সভা থেকে আজ বিভিন্ন দলীয় কর্মসূচীতেও যোগ দেওয়ার কথা আছে মুখ্যমন্ত্রীর। এর আগে পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছিলেন গত বছর সেপ্টেম্বর মাসে। তখনই প্রশাসনিক এবং রাজনৈতিক দল কে বিভিন্ন কাজের নির্দেশ দিয়েছিলেন। এবার সেখানে গিয়ে নিজে খতিয়ে দেখবেন কাজ কতটা হয়েছে।
আরও পড়ুনঃ সাদা, হলুদ, গোলাপী, মিষ্টি আলু ফলিয়ে তাক লাগালেন ময়নাগুড়ির কৃষক অজিত
আজ এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে খেজুরির ঠাকুরনগর হাই স্কুলের মাঠে। সেখানে লক্ষ্মীরভাণ্ডার, কন্যাশ্রি, খাদ্যসাথি ইত্যাদি প্রকল্পের আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা তুলে দেবেন বাসিন্দাদের হাতে। প্রায় ৩ লক্ষ বাসিন্দা আজ এই প্রকল্প গুলির সুবিধা পাবেন। প্রায় ৭০ হাজার পড়ুয়াদের সবুজসাথী প্রকল্পের আওতায় সাইকেল তুলে দেবেন মমতা। পাশাপাশি ৩০০ কোটি টাকার ৭০ টি প্রকল্পের শিল্যান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ চিচিঙ্গা চাষীর স্বপ্নভঙ্গ! ঝিমিয়ে যাচ্ছে গাছ
দুদিনের সফরে পূর্ব মেদিনীপুর যাচ্ছেন মমতা। প্রথমদিন এই পরিষেবা প্রদানের কর্মসূচি রয়েছে এবং দ্বিতিয় দিন থাকছে দলের সঙ্গে বৈঠক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কি কি পদক্ষেপ করবে দল সেই নিয়ে মন্ত্র দেবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সফর শুরু করলেন মমতা। তারই শুভ সূচনা পূর্ব মেদিনীপুর জেলার হাত ধরে। এবার একের পর এক জেলায় গিয়ে ভোটের খুঁটি গেড়ে আসবেন মুখ্যমন্ত্রী। বলা বাহুল্য নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।