এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 10 April, 2023 2:59 PM IST
মমতার মাস্টারস্ট্রোক! বঙ্গবাসির জন্য আরও ১০ কোটির প্রকল্প

পঞ্চায়েত নির্বাচনের আগে আরও এক মাস্টারস্ট্রোক মমতা সরকারের। রাজ্যবাসিদের জন্য আরও একটি সুবিধা নিয়ে হাজির রাজ্যের শাসকদল। এবার বঙ্গে শুরু হচ্ছে বিনা খরচে হাইটেক অ্যাম্বুল্যান্সের পরিষেবা। সম্পূর্ণ বিনামুল্যে এই পরিষেবা পাবে রাজ্যের সাধারণ মানুষ। আজ বিকেল ৪ টের সময় এই পরিষেবার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এই অ্যাম্বুল্যান্সের ভেতর এমন কিছু সুবিধা রয়েছে যা একটি মিনি হসপিটালের সমান। এর মধ্যে রয়েছে অক্সিজেন সাপোর্ট সিস্টেম,  পোর্টেবল সাকশন মেশিন, ট্রান্সপোর্ট ভেন্টিলেটর,স্পাইন বোর্ডস মনিটর, , সিরিঞ্জ পাম্প, ডিফব্রিরিলেটার। সুত্রের খবর এই পরিষেবার জন্য খরচ করা হচ্ছে রাজ্যের তৃণমুল সংসদের তহবিল থেকে। আজ মোট ৩০টি অ্যাম্বুল্যান্সের সূচনা করবেন মমতা।

আরও পড়ুনঃ  Red Sandalwood: জঙ্গলমহলে এবার লাল চন্দন চাষ! বন দফতরের প্রস্তুতি তুঙ্গে

প্রাথমিক ভাবে কলকাতা, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলায় ২ টি করে এই উন্নত প্রযুক্তি যুক্ত অ্যাম্বুল্যান্স দেওয়া হবে। পাশাপাশি অন্য জেলাগুলিতে থাকবে একটি করে। গুরুতর অসুস্থ, দুর্ঘটনা ইত্যাদি প্রয়োজনীয় ক্ষেত্রে সম্পূর্ণ বিনামুল্যে এই অ্যাম্বুল্যান্সের পরিষেবা পাবে রাজ্যবাসি।

আরও পড়ুনঃ  বাড়ছে চাহিদা! এই জেলায় লক্ষ্মীলাভ করাচ্ছে আকন্দ চাষ

এই পরিষেবার জন্য খরচ পড়েছে ১০ কোটি টাকা। এতদিন ধরে বঙ্গবাসী সম্পূর্ণ বিনামুল্যে চিকিৎসা পাচ্ছিল স্বাস্থ্যসাথি কার্ডের হাত ধরে এবার বিনামূল্যে মিলবে অ্যাম্বুল্যান্সের পরিষেবা। পঞ্চায়েত নির্বাচনের আগে আরও এক মাস্টারস্ট্রোক দিল মমতা। এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। এর আগে রাজ্যজুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। আর এবারে বুথে বুথে এই পরিষেবা দিয়ে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে জেতে পারছে মমতা সরকার।

English Summary: Masterstroke of compassion! Another 10 crore project for Bengali residents
Published on: 10 April 2023, 02:59 IST