এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 16 July, 2024 3:04 PM IST
নদিয়া জেলায় 'MFOI Samridh Kisan Utsav', অনুষ্ঠানে ব্যাপক সাড়া কৃষকদের

পশ্চিমবঙ্গে শুরু হল 'MFOI সমৃদ্ধ কিষাণ উৎসব'। হুগলি পর এবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল নদিয়া জেলায়। কৃষি জাগরণ দ্বারা আয়োজিত এবং মাহিন্দ্রা ট্রাক্টরস এবং জেসিবি দ্বারা স্পনসর করা এই অনুষ্ঠানে যোগ দেন নদিয়া জেলার শতাধিক কৃষক। মাহিন্দ্রা ট্র্যাক্টরস দ্বারা স্পনসর করা, ইভেন্টের থিম হল 'সমৃদ্ধ ভারতের জন্য কৃষকদের আয় সর্বাধিক করা' এবং মূল উদ্দেশ্য ছিল কৃষকদের কৃষিতে সাম্প্রতিক অনুশীলন এবং উদ্ভাবনের সাথে সংযুক্ত করা। মাঠের প্রাঙ্গণে মাহিন্দ্রা ট্রাক্টরগুলির একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল। এ সময় জেলার কৃষকরা মাহিন্দ্রা ট্রাক্টরের স্টল পরিদর্শন করেন এবং সর্বশেষ মডেল সম্পর্কে তথ্য পান। এছাড়াও JCB’র একটি স্টল ছিল।

নদিয়া জেলায় 'MFOI Samridh Kisan Utsav', অনুষ্ঠানে ব্যাপক সাড়া কৃষকদের
নদিয়া জেলায় 'MFOI Samridh Kisan Utsav', অনুষ্ঠানে ব্যাপক সাড়া কৃষকদের

প্রদীপ প্রজ্বলন দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে কৃষকদের বার্তা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন প্রগতিশীল কৃষক রবীন্দ্রনাথ বিশ্বাস। পঞ্চায়েত প্রধান রোহিত জান। মাহিন্দ্রা ট্রাক্টরের প্রতিনিধি শুভ্র দাস। JCB’র প্রতিনিধি অমিতা নন্দ কুণ্ডু। প্রগতিশীল কৃষক রবীন্দ্রনাথ বিশ্বাস এই অনুষ্ঠানে তাঁর বক্ত্যব্য রাখেন। তিনি বলেন, “ কৃষকরা যখন আত্মহত্যা করে তখনই সংবাদ মাধ্যমে আসে। কৃষকদের সফলতার কাহিনিও তুলে ধরা উচিত”। এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করার জন্য কৃষি জাগরণকে অনেক ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গে শুরু হল 'MFOI Samridh Kisan Utsav', হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষকদের ব্যাপক সাড়া

পঞ্চায়েত প্রধান কৃষি জাগরণকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্ত্যব্য শুরু করেন। তিনি বলেন, “ নদিয়া জেলার কৃষকরা কৃষি খাতে ভালো কাজ করছে। কৃষি নিয়ে এই জেলায় অনেক নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম রাস্তা কৃষিকাজ।“ এছাড়াও মাহিন্দ্রা ট্রাক্টরের বিভিন্ন যন্ত্রপাতি এবং নতুন ভাবনা চিন্তা নিয়ে কিছু তথ্য দেন এই কোম্পানির প্রতিনিধি শুভ্র দাস। পাশাপাশি JCB নিয়ে তথ্য শেয়ার করেন JCB’র প্রতিনিধি অমিতা নন্দ কুণ্ডু।

নদিয়া জেলায় 'MFOI Samridh Kisan Utsav', অনুষ্ঠানে ব্যাপক সাড়া কৃষকদের

এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অতিথিদের হাতে সনদপত্র বিতরণ করা হয় জেলার প্রগতিশীল কৃষকদের কৃষি ক্ষেত্রে অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হয়। প্রোগ্রামটি কৃষক সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং টেকসই চাষাবাদ অনুশীলনের প্রচারের সফল প্রচেষ্টা তুলে ধরে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয়। সমৃদ্ধ কিষান উৎসব চলবে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই। 

নদিয়া জেলায় 'MFOI Samridh Kisan Utsav', অনুষ্ঠানে ব্যাপক সাড়া কৃষকদের
English Summary: MFOI Samridh Kisan Utsav in nadia
Published on: 16 July 2024, 03:04 IST