পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 31 March, 2018 12:32 AM IST

 

মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামে শুরু হল একটি নতুন গ্রামীণ উদ্যোগ, যাদবপুর হাইস্কুলের মাঠে প্রাথমিক ভাবে চার বিঘা জমিতে ফলানো হচ্ছে পালংশাক, টম্যাটো, ধনেপাতা ইত্যাদি। পরবর্তীতে চাষ করার ভাবনা চিন্তা করা হচ্ছে কাঁচকলা ও পেঁপে, এই সমস্ত চাষই করা হচ্ছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। আসলে এই কিচেন গার্ডেন-এর ধারণা বহুদিন ধরেই আলোচনা হয়ে আসছিলো, বর্তমানে একটি ছোটো উদ্যোগের মাধ্যমে তা ফলপ্রসূ করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই উদ্যোগে পূর্ণ সম্মতি দিয়েছেন, এবং ভবিষ্যতে যাতে এটিকে একটি মডেল হিসাবে ভাবা যায় তারও প্রশিক্ষণ-এর ব্যবস্থা করা হচ্ছে। এর সাথে সাথে জৈব কীটনাশক এর ব্যবহারের প্রশিক্ষণের কথাও আলোচিত হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই কিচেন গার্ডেনে ফলিত শস্য স্কুলের মিড-ডে-মিলে ব্যবহৃত হবে।

 

- প্রদীপ পাল

English Summary: Midday Meal
Published on: 31 March 2018, 12:30 IST