উদ্ধার হল বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী। সম্প্রতি মিজোরাম ও অসমের সিমান্তে উদ্ধার করা হয়েছে দুটি আফ্রিকান বানর। সঙ্গে একটি অ্যালিগেটর বাজেয়াপ্ত করেছে মিজোরামের পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই দুটি বানরকে মায়ানমার হয়ে নিয়ে আসা হচ্ছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাণীগুলিকে উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে মায়ানমার থেকে এই বন্য প্রাণীগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আন্তর্জাতিক বাজারে এই বন্যপ্রাণী গুলির দাম প্রায় এক কোটি টাকা। পুলিশের অনুমান আগেও হয়তো মায়ানমার থেকে মিজোরাম এবং নাগাল্যান্ড হয়ে পাচার করা হয়েছে বিপন্ন প্রজাতির প্রাণী।
গত কয়েক মাস আগেই আসাম ও মিজোরাম সিমান্ত থেকে উদ্ধার করা হয়েছিল ১৩ টি বিপন্ন প্রাণী। উদ্ধারকৃত প্রাণী গুলির মধ্যে ছিল Moor Macaque, Spot Nosed Guenon, এবং Debrazza's Monkey প্রজাতির প্রাণী। এছাড়াও চম্পাই জেলা থেকে উদ্ধার করা হয়েছিল ১৪০টি প্রাণী। ওই সময় উদ্ধার করা প্রাণী গুলির মধ্যে ছিল ৩০টি কচ্ছপ, দুটি Marmoset Monkeys, ২২টি পাইথন, ১৮টি Sumatran Water Monitors, চারটি Serval Cats এবং একটি Albino Wallaby। বন্যপ্রাণী পাচার হওয়া রুখতে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।