এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 27 December, 2022 11:59 AM IST
ফের বিরল প্রজাতির বানর উদ্ধার মিজোরাম এবং অসমের সীমান্তে (ছবিঃ সংগৃহীত)

উদ্ধার হল বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী। সম্প্রতি মিজোরাম ও অসমের সিমান্তে উদ্ধার করা হয়েছে দুটি আফ্রিকান বানর। সঙ্গে একটি অ্যালিগেটর বাজেয়াপ্ত করেছে মিজোরামের পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই দুটি বানরকে মায়ানমার হয়ে নিয়ে আসা হচ্ছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাণীগুলিকে উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে মায়ানমার থেকে এই বন্য প্রাণীগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আন্তর্জাতিক বাজারে এই বন্যপ্রাণী গুলির দাম প্রায় এক কোটি টাকা। পুলিশের অনুমান আগেও হয়তো মায়ানমার থেকে মিজোরাম এবং নাগাল্যান্ড হয়ে পাচার করা হয়েছে বিপন্ন প্রজাতির প্রাণী।

গত কয়েক মাস আগেই আসাম ও মিজোরাম সিমান্ত থেকে উদ্ধার করা হয়েছিল ১৩ টি বিপন্ন প্রাণী। উদ্ধারকৃত প্রাণী গুলির মধ্যে ছিল Moor Macaque, Spot Nosed Guenon, এবং Debrazza's Monkey প্রজাতির প্রাণী। এছাড়াও চম্পাই জেলা থেকে উদ্ধার করা হয়েছিল ১৪০টি প্রাণী। ওই সময় উদ্ধার করা প্রাণী গুলির মধ্যে ছিল ৩০টি কচ্ছপ, দুটি Marmoset Monkeys, ২২টি পাইথন, ১৮টি Sumatran Water Monitors, চারটি Serval Cats এবং একটি Albino Wallaby। বন্যপ্রাণী পাচার হওয়া রুখতে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

English Summary: Mizoram Police recover endangered species of monkey
Published on: 27 December 2022, 11:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)