হরে কৃষ্ণ, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর ধ্বনি তুলে বক্তৃতা শুরু মোদীর। সবাইকে বাংলায় স্বাগত জানালেন মোদী। আরামবাগের পর আজ নদিয়ার কৃষ্ণনগরে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যে কৃষ্ণনগরে পৌঁছে গিয়েছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তুনু ঠাকুর সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। গতকাল আরামবাগের সভা থেকে সন্দেশখালি সহ রাজ্যের অন্যান্য বিষয় নিয়ে রাজ্য সরকার তথা তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমন করেছিলেন প্রধানমন্ত্রী। তবে আজ তিনি কোন কোন বিষয় তুলে ধরবেন সেদিকেই নজর থাকবে সকলের।
গতকাল সন্ধ্যায় রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে আজ তিনি কৃষ্ণনগরবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে সকলের।
আরও পড়ুনঃ কৃষকরা কেন বিক্ষোভ করছেন, কৃষকদের দাবী কী ?
শনিবার সকালে দলীয় কর্মসূচিতে যোগদানের আগে কৃষ্ণনগরের সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মোদি বলেন, স্বাধীনতার পর থেকেই পিছিয়ে দিল বাংলা। সেই ব্যবধান গত ১০ বছরে অনেকটাই কমিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর কথায়, “আরামবাগ থেকে ৭ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করেছি। আজ ১৫ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন করলাম মানুষের উন্নতিতে। বাংলার ভাইবোনের জীবনকে সহজ করবে এই প্রকল্প। এর ফলে রোজগারের নতুন পথও খুলে যাবে।”
আরও পড়ুনঃ Jalpaiguri News:বিক্ষোভের পর সম্পূর্ন রেশন,আশ্বাস খাদ্য দফতরের
প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের গৌরবের অন্যতম অধ্যায় হল রেল। কিন্তু ইতিহাসে বাংলা যা অর্জন করেছিল, স্বাধীনতার পর আর সে রকম উন্নতি হয়নি। অনেক সম্ভাবনা থাকলেও বাংলা পিছিয়ে পড়েছে। গত ১০ বছরে আমরা ওই ব্যবধান মেটাতে রেলের আধুনিকীকরণের বেশি করে জোর দিয়েছি। এখন বাংলায় রেলের জন্য আগের চেয়ে দ্বিগুণ অর্থ খরচ করছে।’’