কৃষক ঐতিহ্যবাহী চাষ ছেড়ে ফুল চাষ শুরু করেছেন, বার্ষিক ১৮ লক্ষ টাকা আয় করছেন এই ৪টি কৌশল ব্যবহার করে মাছ চাষ করুন, উৎপাদন এবং লাভ দ্রুত বৃদ্ধি পাবে! অর্থকারী পানিফলের চাষ পদ্ধতি শিখে নিলে আয় হবে দ্বিগুন
Updated on: 9 December, 2022 3:54 PM IST
ছবি ফেসবুক থেকে নেওয়া ।

কৃষিজাগরন ডেস্কঃ আজ প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর ৭৬ তম জন্মদিন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় মোদি সোনিয়া গান্ধীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন। বর্তমানে রাজস্থানে রয়েছেন সোনিয়া গান্ধী। রাজস্থানের সওয়াই মাধোপুরের রণথম্ভোরে তাঁর জন্মদিন উপলক্ষে দলের কর্মীরা প্রস্তুতিতে ব্যস্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। নীতিন গড়করি টুইটারে সোনিয়া গান্ধীকে তার জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেছেন। এগুলি ছাড়াও, অনেক কংগ্রেস নেতাও সোনিয়া গান্ধীকে তাঁর ৭৬ তম জন্মদিনে অভিনন্দন বার্তা দিয়েছেন।

আরও পড়ুনঃ দিল্লিতে ‘পহলে’ আপ, বিজেপির ১৫ বছরের ভাঙল রেকর্ড! পুরনিগম এখন কেজরির হাতে

সোনিয়া গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । টুইটারে সোনিয়াকে অভিনন্দন জানিয়ে খাড়গে লিখেছেন যে প্রতিকূলতার মুখে তার করুণা, উত্সর্গ এবং মর্যাদা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি তার দীর্ঘায়ু ও সুস্থ্য জীবন কামনা করেন। ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিবি টুইট করেছেন, "দেশের নামে সবকিছু বিসর্জন দিয়ে, এমন নেতা যারা সর্বদা ত্যাগ এবং উত্সর্গের উদাহরণ স্থাপন করেছেন ভারতীয় রাজনীতিতে খুব কম। সাহস এবং উত্সর্গের সমার্থক, আমাদের নেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা "।

জন্মদিনের একদিন আগে বৃহস্পতিবার রাজস্থানের সওয়াই মাধোপুরে পৌঁছেছেন সোনিয়া গান্ধী। এখানে পৌঁছানোর পরে, সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সাথে সাওয়াই মাধোপুরের রণথম্বোরে অবস্থিত যোগী মহলে যাত্রা করেন।গান্ধী পরিবারও এই সময়ে রণথম্বোর টাইগার সাফারি উপভোগ করেছিল। 

আরও পড়ুনঃ আমাদের উপরাষ্ট্রপতি জওয়ান এবং কৃষকদের সঙ্গে ঘনিষ্টভাবে যুক্তঃ প্রধানমন্ত্রী

কংগ্রেস সূত্রে খবর, হোটেল শেরবাগে পালিত হবে সোনিয়া গান্ধীর জন্মদিন। সোনিয়া গান্ধীর জন্মদিন উপলক্ষে হোটেল শেরবাগে চলছে প্রস্তুতি। বলা হচ্ছে, গান্ধী পরিবার ছাড়াও অনেক কংগ্রেস নেতাও সোনিয়া গান্ধীর জন্মদিনে যোগ দিতে পারেন। সোনিয়া গান্ধীর জন্মদিন খুবই বিশেষ। একদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড় যাত্রা বর্তমানে রাজস্থানে।অন্যদিকে হিমাচল প্রদেশে কংগ্রেসের জয়ে প্রাণ ফিরেছে  কংগ্রেস দলে।

English Summary: Modi tweeted on Sonia Gandhi's birthday, wishing her long life and good health
Published on: 09 December 2022, 01:01 IST