খরার কারণে পাট চাষ নিয়ে চিন্তার ভাঁজ কৃষকদের কপালে
আবহাওয়ার খামখেয়ালিপনায় কৃষকদের নাজেহাল অবস্থা। কোচবিহারের প্রধান ফসল পাট। আর সেই পাট নিয়ে এবার চিন্তার ভাঁজ কৃষকদের কপালে।
সম্প্রতি এমনই ছবি তুলে ধরেছেন কৃষক আবু মোতালেফ মিয়া। তিনি জানান অনেক জমির পাটগাছ রসের অভাবে মারা যাচ্ছে। মাটিতে রস না থাকার কারণে চাষিরা পাট গাছের বৃদ্দির জন্য সার প্রয়গ করতে পারছেনা আবার কোনো কোনো চাষী ন্যানো ইউরিয়া 19.19.19বা 20.20.20 npk স্প্রে করলেও সেরকম কোনো লাভ হচ্ছে না।
যাঁদের সেচ দেয়ার ব্যবস্থা আছে তারা বাধ্য হয়েই সেচ দিচ্ছে। গত বছর অতি বৃষ্টির কারণে চাষিরা পাট চাষে মার খেয়েছে। আর এবারে প্রচণ্ড খরার কারণে চাষিরা পাট চাষে মার খাওয়ার আশঙ্কা করছেন।
আরও পড়ুনঃ শরীরে নেই কাঁটা, দাঁত বেরিয়ে! সমুদ্রতটে দেখা মিলল ডাইনোসর যুগের বিরল মাছের
আজই ল্যান্ডফল মোকার! গতিবেগ ২১০ কিমি প্রতি ঘণ্টা
মোকার দাপট এখনও কমেনি। আরও শক্তিশালী রূপ নিয়েছে এই ঝড়। এর জেরে আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা, হতে পারে বৃষ্টি। তবে আগামিকাল থেকে ফের তাপপ্রবাহের সম্ভাবনা রাজ্যজুড়ে। মোকার অবস্থান এখন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এটি এখন সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এটি ক্রমশ উত্তর- পূর্ব দিকে এগোচ্ছে। আজ সকালে এর গতিবেগ ছিল প্রায় ২২০ কিমি প্রতি ঘন্টা। এটি মায়ানমারের সিতওয়ে বন্দরে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে।
আরও পড়ুনঃ ইন্টারনেট ডিজঅর্ডার কি? এর প্রতিরোধ ও নিরাময়
ঐতিহাসিক জয় কংগ্রেসের! মুখ খুললেন প্রধানমন্ত্রী
নজরে ছিল কর্ণাটকের বিধানসভা নির্বাচন। গতকাল এর প্রকাশ হয়েছে। ভাবনা চিন্তার বাইরে গিয়ে জয়ের ইতিহাস গড়েছে কংগ্রেস। এই বিরাট জয়ের পর বিজেপি শিবির কার্যত থমথমে। সকলেই অপেক্ষা করছিলেন কি বলবেন মোদী। অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় লিখলেন “কর্ণাটক বিধানসভা নির্বাচনে এই জয়ের জন্য কংগ্রেসকে অনেক অভিনন্দন। কর্ণাটকের জনগণের আশা-আকাঙ্খা পূরণ করবে কংগ্রেস, আমার শুভকামনা রইল।“
কলকাতা মিশন লাইফের অধীনে সচেতনতামূলক প্রচারাভিযান
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মিশন লাইফের অধীনে করা হচ্ছে একাধিক কর্মসূচি। ভারতীয় জুলজিক্যাল সার্ভে এবং কলকাতা মিশন লাইফ সম্প্রতি একটি সচেতনতামূলক প্রচারাভিযান চালান। এটি অনুষ্ঠিত হয় বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর এর কিছু শিক্ষার্থীদের নিয়ে। প্রায় 60 জন ছাত্র এই প্রতিশ্রুতি নেয় এবং এই ইভেন্টের মাধ্যমে কলেজের অন্যান্য 150 জন ছাত্র ও সদস্যের কাছে পৌঁছায়। কলেজের অধ্যক্ষ ডঃ তপন পোদ্দার বলেন, “কলেজটি মিশন লাইফের উদ্দেশ্য অনুসরণ করে এবং এটিকে একটি সবুজ ক্যাম্পাসে পরিণত করবে।“
শুরু হচ্ছে পুণ্যক্ষেত্র যাত্রা, ভারতীয় রেলের অভিনব উদ্যোগ
শুরু হচ্ছে পুণ্যক্ষেত্র যাত্রা। আজ তেলেঙ্গানার সেকেন্দ্রেবাদ জংশন থেকে শুরু হবে এই ট্রেনের যাত্রা। ভারত গৌরব ট্রেনের অধীনে শুরু হচ্ছে পুন্য ক্ষেত্র যাত্রা। এই যাত্রায় থাকছে পুরী, কাশী এবং অযোধ্যার মত পুন্য ভুমি দর্শনের সুযোগ। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে নিজেকে নিমজ্জিত করতে বিশেষ ব্যবস্থা ভারতীয় রেলের।
চাহিদা বাড়ছে লাল কলার, লাভবান হচ্ছেন কৃষকরা
সম্প্রতি জনপ্রিয় হচ্ছে লাল কলা। শুধু রঙের ক্ষেত্রে আলাদা নয় এই কলা পুষ্টিগুণেও ঠাসা। লাল কলার চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা। এই কলার বীজের জন্য বিভিন্ন উদ্যানপালন বিভাগের সঙ্গে যোগাযোগ করুন। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও কেরালায় লাল রঙের কলার চাষ হচ্ছে।
একটি ডিমের দাম ১০০ টাকা!
বিগত কয়েকবছরে চর্চায় এসেছে কাদাকনাথ মুরগি। প্রচুর মানুষ এই মুরগি পালনের দিকে ঝুঁকছে। তবে এই মুরগির বাজারমুল্য অনেক। এর ডিম এর দাম প্রায় ১০০ টাকার কাছাকাছি। পাশাপাশি এর মাংসের দাম প্রতি কেজি ১০০০ থেকে ১৫০০ টাকা।