এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 10 June, 2023 3:08 PM IST
রাজ্যে বর্ষা। রাজ্যপালের দ্বারস্থ বিজেপি। এটি বিশ্বের সবচেয়ে দামি ফল/ ছবি- টুইটার , পিক্সেল

রাজ্যে বর্ষা ঢুকবে কবে?

এবার মিলবে বর্ষার দেখা। তবে বঙ্গের বেশ কিছু জেলায় জারি থাকবে তাপপ্রবাহ। আগামী মঙ্গলবার পর্যন্ত পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী আগামী ৭ দিনের মধ্যেই কেরলে প্রবেশ করবে বর্ষা। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে উত্তরবঙ্গের  মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিরাজ করবে প্রবল তাপপ্রবাহ।

ভোট নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি

৮ই জুলাই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত ভোট। সেই ভোট নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসতে বঙ্গে আসছে গেরুয়া শিবির। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করবে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার আর্জি নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবে গেরুয়া শিবির। সকাল ১১টায় রাজ্য বিজেপি সভাপতি সকান্ত মজুমদার-সহ বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল এই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বার বারই প্রশ্ন তোলেন বিরোধী দল।

আরও পড়ুনঃ  ধানের অন্যতম ক্ষতিকর বাদামীদাগ রোগ ও তার প্রতিকার

যুবককে জ্যান্ত গিলে খেল বিশাল তিমি

জীবন অনিশ্চিত! কখন কি ঘটে যায় তা জানা নেই কারোর। সম্প্রতি এমনই দুর্ঘটনা ঘটল এক ব্যক্তির সঙ্গে। সমুদ্রে সাঁতার কাটতে নেমেছিলেন ২৩ বছরের এক যুবক। আর সেখানেই ঘটল বিপত্তি। হটাত করে এল এক বিশালাকার তিমি। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই যুবককে গিলে ফেলে ওই তিমিটি। ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী ঘটনার পর ধরে ফেলা হয় ওই তিমিটিকে।  দ্য নর্থ জার্নাল নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি।

হাতি আর গন্ডারের মধ্যে তুমুল লড়াই

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি জঙ্গলের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে একটি হাতি এবং গণ্ডারের রুদ্ধশ্বাস লড়াই । দুজনের গর্জনে রীতিমত কাঁপছে গোটা জঙ্গল। ভিডিওটি শেয়ার করেন IFS অফিসার সুশান্ত নন্দা। তিনি লেখেন, “"ক্ল্যাশ অফ দ্য টাইটানস।"

আরও পড়ুনঃ রাজত্বের ৯ বছর! কৃষিতে সফলতা কতটা?

 

দাম কয়েক লাখ! এটি বিশ্বের সবচেয়ে দামি ফল

বিশ্বে এমন কিছু ফল রয়েছে যার মূল্য কয়েক লাখ। হ্যাঁ, আমরা কোনো হীরা বা সোনা-রূপার জিনিসের কথা বলছি না। আমরা একটি ফলের কথা বলছি। এই ফলের নাম ইউবেরি মেলন। এই ফল জাপানে পাওয়া যায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ফল ২০১৯ সালে ৩২ লাখ টাকা জোড়াই বিক্রি হয়েছিল।

 

English Summary: Monsoon in the state. BJP at Governor's door. It is the most expensive fruit in the world
Published on: 10 June 2023, 03:08 IST