রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 22 December, 2018 7:47 PM IST
মাদার ডেয়ারী 'সুফল'

মাদার ডেয়ারী ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রাইভেট লিমিটেড তাদের উদ্যানপালন ব্র্যান্ড ‘সফল’ –এর মাধ্যমে তাজা, অর্গ্যানিক ফল, সবজি ও অন্যান্য সামগ্রী নিয়ে বাজারে নামতে চলেছে। ‘সফল’ ব্র্যান্ড নামের এই সমস্ত উদ্যানপালন সামগ্রীগুলি প্রাথমিকভাবে দিল্লী – এন আর সি – এর ১০০ টি বিশেষ বিশেষ বুথে পাওয়া যাবে। এখান থেকে গ্রাহকরা সহজেই নতুন তাজা অর্গ্যানিক খাদ্য সামগ্রী সহজেই সংগ্রহ করতে পারবেন।

মাদার ডেয়ারীর এই সমস্ত তাজা, অর্গ্যানিক ফল, সবজিগুলি মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, সিকিম, মধ্যপ্রদেশ ও উত্তরাখন্ডের সার্টিফায়েড অর্গ্যানিক প্রডুসার ফার্মগুলি থেকে সংগ্রহ করে আনা হবে। এই সমস্ত সামগ্রীগুলির মধ্যে থাকবে আপেল, বেদানা, মোসাম্বী লেবু, পাতি লেবু, আলু, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি। এছাড়াও বিভিন্ন রান্নার সামগ্রী যেমন – চাল, চিনি, চিড়ে, মশলা, বাজরা, রাগী, আটা, নুন ও নানান বায়োডিগ্রেডেবল ও রিসাইক্লেবল রান্নার সামগ্রী।

সংস্থার মতে ভারতে প্রচুর পরিমাণে অর্গ্যানিক ফসলের উৎপাদন হচ্ছে। এই সমস্ত অর্গ্যানিক সামগ্রী সঠিক দামে গ্রাহকদের কাছে উপলব্ধ করাবে মাদার ডেয়ারীর ।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: mother dairy sufal
Published on: 22 December 2018, 07:47 IST