রাজ্যের পৌরসভায় বিভিন্ন গ্রূপ-সি ও গ্রূপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। প্রার্থী নিয়োগ করা হবে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ই আবেদনযোগ্য। কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
পদের নাম:
কুক (অতিথি নিবাসের জন্য)
শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
অষ্টম শ্রেণী পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা।
বয়স:
০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২০ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
প্রতিমাসে ১১,০০০ টাকা।
পদের নাম:
সার্ভেয়র।
শূন্যপদ:
২ টি।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ, সঙ্গে ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা।
আরও পড়ুন -Paddy farming in Haldiya: নোনা জমিতে ধান চাষ, হলদিয়ায় কৃষকদের পাশে বিদ্যুৎ উৎপাদক সংস্থা
বয়স:
০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২১ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
প্রতি মাসে ১৫,০০০ টাকা।
পদের নাম:
ম্যানাজার (অতিথি নিবাসের জন্য)
শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBA/ Hotel Management পাশ করে থাকতে হবে। সঙ্গে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স:
০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২৩ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে।
বেতন:
প্রতি মাসে ৩০,০০০ টাকা।
পদের নাম:
SAE (মেকানিক্যাল)
শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।
বয়স:
০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
প্রতি মাসে ১৬,৫০০ টাকা।
পদের নাম:
IT পার্সোনাল
শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BCA/ BSC/ Information Technology বিষয়ে ডিগ্রী কোর্স।
বয়স:
০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২১ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
প্রতি মাসে ১০,০০০ টাকা।
পদের নাম:
OSD (legal)
শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে LLB কোর্স করে থাকতে হবে সঙ্গে লিগেল মেটার নিয়ে অন্ততপক্ষে ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স:
০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
প্রতি মাসে ১৬,৫০০ টাকা।
আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। একটি সাদা কাগজে বায়ো ডাটা প্রিন্ট আউট করে সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ৬ সেপ্টেম্বর, ২০২১ বিকেল ৪.৩০।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Commissioner, Siliguri Municipal Corporation,Baghajatin Road, P.O- Siliguri, Dist- Darjeeling, Pin- 734001.
প্রয়োজনীয় নথিপত্র:
১) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট,
২) বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড),
৩) জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে),
৪) অভিজ্ঞতা শংসাপত্র,
৫) ভোটার কার্ড ও আধার কার্ড
৬) পাসপোর্ট মাপের রঙিন ফটো ইত্যাদি
নিয়োগ পদ্ধতি:
নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শেষ হলে ইন্টারভিউ এর তারিখ প্রকাশ করবে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। ইন্টারভিউ এর তারিখ প্রকাশিত হলে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে জানতে পারবেন।
ইন্টারভিউয়ের স্থান:
The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O- Siliguri, Dist- Darjeeling, Pin- 734001
অফিসিয়াল নোটিশ দেখার লিংক:
http://siligurismc.in/userfiles/file/recuretment-office-upload.pdf
আরও পড়ুন - Howrah Zila Parishad Recruitment: জেলা পরিষদে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি