এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 18 July, 2021 12:08 PM IST
NABARD recruitment (image- Google)

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার্ড (NABARD)। উত্তীর্ণ প্রার্থীদের গ্রেড A এবং গ্রেড B পোস্টে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের নাবার্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই নিবন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো,

শূন্যপদ(Vacancy):

মোট শূন্যপদ ১৬২টি

১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিস) শূন্যপদ ১৪৮টি

২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড A শূন্যপদ ৫টি

৩) ম্যানেজার গ্রেড A (প্রোটোকল এবং সিকিউরিটি সার্ভিস) শূন্যপদ ২টি

৪) ম্যানেজার গ্রেড B (রুরাল) (ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিস) শূন্যপদ ৭টি

বয়স(Age):

১/৭/২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছর , ৩৫ বছরের উর্ধে হলে চলবেনা | অন্যান্য উপজাতিদের জন্য থাকবে বয়সের ছাড় |

আরও পড়ুন -PMFBY Update: আসামে ৫ লাখ কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হবে

আবেদনের সময়সীমা(Last date):

নাবার্ডের ম্যানেজার পদে আবেদনের জন্য সময়সীমা হলো, ১৬২টি শূন্যপদের জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছে ১৭জুলাই ২০২১ তারিখে এবং আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ৭ অগাস্ট ২০২১।

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(গ্রেড A) :

এই পদের জন্য আবেদন করার জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করে থাকতে হবে। এবং তাঁকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। অথবা স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবে। তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতির জন্য প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে ছাড় আছে। তাদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর পেলেই আবেদন করতে পারবে। এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ৫০ শতাংশ নম্বরেই আবেদন করতে পারবে। Ph.D-রাও আবেদন করতে পারবেন ওই পদগুলির জন্য।

ম্যানেজার (গ্রেড B) :

এই পদের জন্যেও একই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। আবেদনকারীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি লাভ করে থাকতে হবে। অথবা স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবে। তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতির জন্য স্নাতক স্তরে ৫৫ শতাংশ নম্বর অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ৫০ শতাংশ নম্বরেই আবেদন করতে পারবে। Ph.D-রাও আবেদন করতে পারবেন ওই পদগুলির জন্য।

প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী বাছাই হবে। ইচ্ছুক প্রার্থীরা https://www.nabard.org/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:

https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1607211850Grade%20A%20-%20P%20&%20SS%20Advt%202021.pdf

https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1607212011Grade%20B-2021%20Advt.pdf

আরও পড়ুন -24 Ghanta”: সল্টলেকে খুললো কলকাতার প্রথম অনলাইন মুদি দোকান "২৪ ঘণ্টা"

English Summary: NABARD Recruitment 2021: NABARD will fill 162 vacancies, see detailed procedure
Published on: 18 July 2021, 12:08 IST