বিগতকাল ১০ ই জুলাই সারা দেশ জুড়ে পালিত হল জাতীয় মৎস্য চাষী দিবস (National Fish Farmers Day)। রিলায়েন্স ফাউন্ডেশন ও অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্র উত্তর ২৪ পরগনা জেলার যৌথ উদ্যোগে গুগল মিট ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, নদীয়া সহ দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস বিশ্ববিদ্যালয় থেকে অধিকর্তা বিপুল কুমার দাস ও প্রফেসর শিব কিংকর দাস।
মৎস্য চাষীদের জন্য অভিজ্ঞদের পরামর্শ (Expert's Advice For Fish Farmers) -
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রের অধিকর্তা বাবুলাল টুডু মহাশয় ও মৎস্য বিশেষজ্ঞ অনিন্দ্য নায়ক মহাশয়। বিভিন্ন ব্লকে থাকা চাষীরা গুগল মিট এর মাধ্যমে মাছ চাষ সংক্রান্ত, বিভিন্ন প্রশ্ন জানতে চান, স্যার তাদের যথাযথ ভাবে মাছ চাষ সম্পর্কিত বৈজ্ঞানিক ধারণা প্রদান করেন, এবং বিশেষ করে দেশি ছোট মাছের চাষ ও সংরক্ষণের উপর আলোকপাত করা হয়, পাশাপাশি লাভজনক চাষের উপর বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে বলেন স্যারেরা।
এই অনুষ্ঠানের মাধ্যমে ভিন্ন ভিন্ন জেলায় তিনজন মাছচাষীকে বিশেষভাবে সার্টিফিকেট প্রদান করা হয়, এই ধরনের একটি বিশেষ দিনে এই অনুষ্ঠানে চাষিরা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত হয়।
এর পূর্বে ‘World Veterinary Day’ উপলক্ষে পশু দপ্তর এবং রিলায়েন্স ফাউন্ডেশন যৌথভাবে পূর্ব বর্ধমান জেলায় এই বছর বিগত ২৪ শে এপ্রিল একটি পশু স্বাস্থ্য চিকিৎসা শিবিরের আয়োজন করে। এইভাবে রিলায়েন্স ফাউন্ডেশন-এর উদ্যোগে দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষকদের উন্নতিকল্পে এই ধরণের বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়ে আসছে। বহুদিন ধরেই কৃষকদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে এই সংস্থাটি।
আরও পড়ুন - National Fish Farmers Day – কেন পালন করা হয় ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে, জেনে নিন এই দিনের তাৎপর্য
রিলায়েন্স ফাউন্ডেশনের টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৮০০ ৪১৯ ৮৮০০-এ ফোন করলে কৃষকরা যে কোন বিষয়ে কৃষি সংক্রান্ত সহায়তা পাবেন।
তথ্য সূত্র -
প্রদীপ পান্ডা (রিলায়েন্স ফাউন্ডেশন)
আরও পড়ুন - National Fish Farmers' Day: মৎস্য মন্ত্রীর উপস্থিতিতে ভার্চুয়ালি জাতীয় মৎস্য চাষি দিবস পালন