শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে এক আগন্তুক ঢুকে পড়ায় চানচল্য ছড়ায়। এরপর ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। লালবাজার সূত্রের খবর, এই ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়াতে সোমবার থেকে আরও বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা।
ঠিক কেমন হচ্ছে নিরাপত্তা বেষ্টনি? লালবাজার সূত্রে খবর, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত আরও ১৮ জন কনস্টেবল মোতায়েন করা হচ্ছে। বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা। এছাড়া টহলদারি ভ্যানের সংখ্যা বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা–বেরোনোর পথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে।
VVIP হিসেবে জেড প্লাস নিরাপত্তা (Z Plus Category Security) পান মমতা। ২৪ ঘণ্টা তাঁর বাড়িতে ত্রিস্তরীয় নিরাপত্তা মোতায়েন থাকে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে সব সময় ৩২ থেকে ৩৬ জন নিরাপত্তারক্ষী থাকেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জন কম্যান্ডো। এ ছাড়াও থাকেন পার্সোনাল সিকিওরিটি অফিসাররা, যাঁরা মুখ্যমন্ত্রীকে ঘিরে থাকেন।
আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারের মানুষের জন্য চালু হল এক ডাকে অভিষেক
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে এক আগন্তুক। সারারাত সেখানে ঘাপটি মেরে থাকে। তার জামার ভিতরে একটা লোহার রড ছিল। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সে ঢুকে পড়েছিল। সকালে তাকে আটক করা হয়। হাফিজুল মোল্লা নামে ওই যুবক উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাসিন্দা । কোনও অসৎ উদ্দেশে সে ঢুকেছিল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ সবাইকে চমকে আজ সন্ধ্যাতেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিন্ডে