'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 5 July, 2022 11:12 AM IST

শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে এক আগন্তুক ঢুকে পড়ায় চানচল্য ছড়ায়। এরপর ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ।  লালবাজার সূত্রের খবর, এই ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়াতে সোমবার থেকে আরও বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা।

ঠিক কেমন হচ্ছে নিরাপত্তা বেষ্টনি?‌ লালবাজার সূত্রে খবর, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত আরও ১৮ জন কনস্টেবল মোতায়েন করা হচ্ছে। বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা। এছাড়া টহলদারি ভ্যানের সংখ্যা বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা–বেরোনোর পথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে।

VVIP হিসেবে জেড প্লাস নিরাপত্তা (Z Plus Category Security) পান মমতা। ২৪ ঘণ্টা তাঁর বাড়িতে ত্রিস্তরীয় নিরাপত্তা মোতায়েন থাকে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে সব সময় ৩২ থেকে ৩৬ জন নিরাপত্তারক্ষী থাকেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জন কম্যান্ডো। এ ছাড়াও থাকেন পার্সোনাল সিকিওরিটি অফিসাররা, যাঁরা মুখ্যমন্ত্রীকে ঘিরে থাকেন।

আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারের মানুষের জন্য চালু হল এক ডাকে অভিষেক

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে এক আগন্তুক। সারারাত সেখানে ঘাপটি মেরে থাকে। তার জামার ভিতরে একটা লোহার রড ছিল। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সে ঢুকে পড়েছিল। সকালে তাকে আটক করা হয়। হাফিজুল মোল্লা নামে ওই যুবক উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাসিন্দা । কোনও অসৎ উদ্দেশে সে ঢুকেছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ সবাইকে চমকে আজ সন্ধ্যাতেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিন্ডে

English Summary: Negligence in Mamata's security! Increased security of the Chief Minister, what are the measures?
Published on: 05 July 2022, 11:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)