আরোগ্য সেতু অ্যাপ-এর পরে এবার নীতি আয়োগ নিয়ে এল আরোগ্য সেতু মিত্র ওয়েবসাইট৷ বাড়িতে বসেই চিকিৎসা, ওষুধ সংক্রান্ত বহু সুবিধাই এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে৷ এর জন্য বাইরে বেরোতে হবে না৷
এর উদ্দেশ্য কী?
করোনা সংক্রমণ প্রতিহত করতে একদিকে যেমন দেশব্যাপী লকডাউন চলছে তেমনই আক্রান্তদের চিকিৎসাও চলছে একই সঙ্গে৷ আর এই লকডাউন পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত সুবিধা জনগণকে দিতেই এই ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে৷ নীতি আয়োগের এই আরোগ্য সেতু মিত্র ওয়েবসাইটের মাধ্যমে যেমন অনলাইনে ওষুধ অর্ডার করা যাবে তেমনই ডোরস্টেপ ল্যাব টেস্ট-এর সুযোগও রয়েছে৷ বাড়িতে থেকেই করোনা সংক্রান্ত টেস্টের সুবিধা রয়েছে এতে৷ সেই সঙ্গে অনলাইনে ডাক্তারের পরামর্শও পেতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমেই৷
কীভাবে ব্যবহার করবেন আরোগ্য সেতু মিত্র?
ব্যবহারকারীদের প্রথমে নিম্নে প্রদত্ত লিঙ্কে তিনটি বিভাগের মধ্যে যেটি প্রয়োজন তার ওপর ক্লিক করতে হবে৷ এই তিনটি বিভাগ হল, কনসাল্ট ডক্টর, হোম ল্যাব এবং ই ফারমাসি৷
কনসাল্ট ডক্টর- এই বিভাগে ই-সঞ্জিবনী ওপিডি, টাটা ব্রিজিটাল হেলথ, স্বাস্থ্য, স্টেপওয়ান, টেক মাহিন্দ্রা কানেক্টসেন্স টেলিহেলথ প্ল্যাটফর্ম-এর সঙ্গে যোগাযোগ করা যাবে৷ চ্যাট, কল অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইচ্ছুক ব্যক্তি যোগাযোগ করতে পারবেন চিকিৎসকের সঙ্গে৷
হোম ল্যাব টেস্ট বিভাগ- এই দ্বিতীয় বিভাগে পার্টনার হিসেবে যারা রয়েছে তারা হল- ডঃ প্যাথল্যাবস্, মেট্রোপলিস, এসআরএল ডায়াগনোস্টিক, থাইরোকেয়ার সহ আরও অনেকে৷ টেস্টের জন্য ব্যবহারকারীরা যেটিতে চান সেই অপশনে ক্লিক করে নির্দিষ্ট সংস্থা সম্পর্কে জানতে পারবেন এবং টেস্টের জন্য আবেদন করতে পারবেন৷
তৃতীয় বিভাগটি হল ই ফারমাসি- এই বিভাগ থেকে ব্যবহারকারীরা ওষুধ অর্ডার করতে পারবেন৷
পিএসএ এবং নীতি আয়োগের আওতায় এই আরোগ্য সেতু মিত্র ওয়েবসাইটটি কাজ করবে৷ তবে এইসব সুবিধা পেতে ওয়েবসাইটে রেজিস্টার করে নিজের পরিচয় দিতে হবে৷ দেশের ২৫টি শহরে এটি কাজ করবে৷
আরোগ্য সেতু মিত্র ওয়েবসাইটের লিঙ্ক- https://www.aarogyasetumitr.in/
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে প্রচলন করা হয় আরোগ্য সেতু অ্যাপ৷ তবে ফরাসি নৈতিক হ্যাকার 'হোয়াইট হ্যাট' দাবি করে যে, করোনাভাইরাস ট্র্যাকিং অ্যাপ আরোগ্য সেতু-তে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত নয়। এর উত্তরে বুধবার কেন্দ্রীয় সরকার, আরোগ্য সেতু অ্যাপ থেকে তথ্য ফাঁসের কোনও ভয় নেই বলে আশ্বস্ত করে৷
বর্ষা চ্যাটার্জি