রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 20 July, 2022 12:59 PM IST

আগামী ১০ তারিখ পর্যন্ত গ্রেফতার করা যাবে না বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে।১০ তারিখের মধ্যে দেশের অন্য কোনোও স্থানে তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না। গত ২৬ মে এক টিভি অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। সেই মন্তব্য ঘিরে দেশে–বিদেশে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বিপাকে পড়ে বিজেপি নূপুরকে দল থেকে সাময়িক বহিষ্কার করে। সরকার জানায়, ওই মন্তব্য সরকারি অভিমত নয়। সরকারের চোখে সব ধর্মই সমান। সেই থেকে নূপুরের বিরুদ্ধে দিল্লিসহ দেশের বিভিন্ন রাজ্যে মামলার আবেদন করা হয়। সব মামলা এক জোট করে একটি রাজ্যের আদালতে বিচার শুরুর বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আরজি জানিয়েছিলেন নূপুর।

সেই আবেদনের শুনানিতে ১ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং জে বি পর্দিওয়ালা নূপুর সম্পর্কে অত্যন্ত কঠোর মন্তব্য করে বলেছিলেন, তিনি একাই গোটা দেশে আগুন জ্বালিয়ে দিয়েছেন। দেশবাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নূপুর তাঁর আরজি প্রত্যাহার করে নিয়েছিলেন।

আরও পড়ুনঃ মঙ্গলপান্ডের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

একই আরজি নিয়ে নূপুর শর্মা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। নূপুরের আইনজীবী মনিন্দর সিং বলেন, নূপুর প্রাণ সংশয়ে রয়েছেন। রাজ্যে রাজ্যে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ ও হত্যার হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে মামলায় হাজির হওয়া তাঁর পক্ষে সম্ভবপর হচ্ছে না। অতএব, সব মামলা একত্র করে বিচারের সুযোগ দেওয়া হোক।

যেসব রাজ্যে নূপুরের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই রাজ্যকে এ–সংক্রান্ত নোটিশ পাঠানোর নির্দেশ দেন বিচারপতি সূর্যকান্ত এবং পর্দিওয়ালা। কেন্দ্র ও রাজ্য সরকারদের তাঁর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নূপুরের বিরুদ্ধে প্রথম অভিযোগটি দায়ের হয়েছিল দিল্লিতে। এরপর একে একে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, উত্তর প্রদেশ, আসাম ও জম্মু–কাশ্মীরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। কলকাতা পুলিশ নূপুরের বিরুদ্ধে পলাতক ব্যক্তি হিসেবে নোটিশও জারি করেছে।

আরও পড়ুনঃ  মুখ্যমন্ত্রীকে বড় দিদির মতো সম্মান করিঃ মিঠুন চক্রবর্তী

বিচারপতিদের প্রশ্নের জবাবে আজ নূপুরের আইনজীবী এজলাসে বলেন, প্রথম মামলার আবেদন যেহেতু দিল্লিতে দাখিল হয়েছে, সেহেতু দিল্লি হাইকোর্টেই বিচার শুরু হোক। ১০ আগস্ট পরবর্তী শুনানিতে এই বিষয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারেন।

English Summary: Nupur Sharma is not arrested now
Published on: 20 July 2022, 12:59 IST