এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 2 July, 2021 5:37 PM IST
Oil India Recruitment 2021 (image credit- Google)

অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Limited), সংক্ষেপে OIL সম্প্রতি নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি পেশ করেছে। এই নিবন্ধে বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করা হলো,

পদের নাম(Designation):

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট  (Junior Assistant) |

শূন্যপদ(Vacancy):

১২০টি |

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ(Last date):

অনলাইনে আবেদন জমা করার প্রক্রিয়া শুরু হয়েছে ১ জুলাই, ২০২১ (1st July, 2021) তারিখ থেকে, চলবে ১৫ অগস্ট, ২০২১ (15th August) তারিখ পর্যন্ত।

আরও পড়ুন -Soil, water-less farming: মাটি, জল ছাড়াই ফলবে ফসল, আবিষ্কার হলো নয়া কৃষিযন্ত্র

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

১) যে কোনও গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড (Government Recognized Board) থেকে দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। এক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

২) ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (University Grants Commission) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।

৩) কমপিউটার অ্যাপ্লিকেশন (Computer Application) নিয়ে ন্যূনতম ৬ মাসের কোর্স বা ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।

৪) MS Word, MS Excel, MS Powerpoint-এ স্বচ্ছন্দ ভাবে কাজ করতে জানতে হবে।

বয়স(Age):

অসংরক্ষিত প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩০ বছর। SC/ST প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩৫ বছর। OBC প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩৩ বছর।

আবেদন ফি(Fees):

অসংরক্ষিত এবং OBC প্রার্থীদের ২০০ টাকা দিতে হবে। SC/ST/EWS/প্রাক্তন সার্ভিসম্যানদের ক্ষেত্রে ফি লাগবে না।

অনলাইন আবেদন পদ্ধতি(Online application procedure):

১. খুলতে হবে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে- https://www.oil-india.com/

২. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের উল্লেখ থাকা লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. যে নতুন পেইজ খুলবে, সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৪. মেইল এবং মোবাইলে আসা OTP সাবমিট করতে হবে।

৫. অ্যাপ্লিকেশন ফিল আপ করে দরকারি নথির স্ক্যানড কপি আপলোড করতে হবে।

৬. আবেদন ফি জমা দিতে হবে।

৭. ভবিষ্যতের প্রয়োজনে আবেদনপত্রের একটা প্রিন্ট আউট নিয়ে রাখা উচিত হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:

যোগ্য় এবং ইচ্ছুক প্রার্থীদের বিশদ তথ্যের জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.oil-india.com/ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন -Liquid Urea: বাংলার কৃষিক্ষেত্রে প্রথম তরল ইউরিয়ার ব্যবহার হতে চলেছে

English Summary: Oil India Recruitment 2021: Oil India has started recruiting 120 junior assistants
Published on: 02 July 2021, 05:37 IST