রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 24 June, 2019 12:32 PM IST

ধান চাষে বিশেষ করে জৈব উপায় ধান চাষে ছত্রাক ও নিমাটোডের আক্রমণে ফসলের প্রভুত ক্ষতি হয়। রাসায়নিক কৃষিবিষ প্রয়োগ করলে ফসলের গুণমানের সাথে সাথে উৎপাদন হ্রাস পায়। সুগন্ধী ধানের ক্ষেত্রে রাসায়নিক কৃষিবিষের অতিরিক্ত প্রয়োগে চালের সুগন্ধ ও গুণমান কমে যায় ফলে কৃষকরা উৎপাদিত ফসলের সঠিক দাম পান না। এর ফলে ধানচাষীদের অপুরণীয় ক্ষতি হয়। কৃষকভাইদের এই সমস্যার সমাধানে ক্রপেক্স কোম্পানী নিয়ে এসেছে জৈব ছত্রাক ও নিমাটোড নাশক ‘নিমেক্স’।

ধান চাষ ছাড়াও তুলো, আদা, শাক-সবজি, কলা, তুলো, মরশুমি ফুল ও অন্যান্য চাষে মাটির নিমাটোড ও ছত্রাক জাতীয় রোগ যেমন ঝলসা ও বাদামী দাগ রোগ দূর করতে  ক্রপেক্সের ‘নিমেক্স’ অব্যার্থ জৈব উপাদান।

এটি ২৫০-৩০০ মিলি লিটার প্রতি একর জমিতে মিশিয়ে দিতে হবে। এর ফলে মাটিতে বসবাসকারী নিমাটোড ও ঝলসা রোগ সৃষ্টিকারী ছত্রাক বিনষ্ট হয়।

রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: organic-fungicide-nemax-from-cropex
Published on: 22 June 2019, 06:01 IST