এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 12 January, 2023 1:53 PM IST
কৃষি জাগরণে মিলেটস নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

আজ 12 জানুয়ারী, ২০২৩ সালের আন্তর্জাতিক মিলেট বর্ষের  সমর্থনে কৃষি জাগরণের সদর দফতরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এই কর্মসূচিতে কৃষি  জাগরণের ' মিলেট নিয়ে বিশেষ সংস্করণ ' ( বাজরার ওপর বিশেষ সংস্করণ ) উন্মোচন করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রী পরশোত্তম রুপালা। 

কৃষি জাগরণে মিলেটস নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

প্রকৃতপক্ষে, জাতিসংঘ ২০২৩ সালকে  আন্তর্জাতিক মিলেট ২০২৩  সাল হিসেবে ঘোষণা করেছে । আন্তর্জাতিক মিলেট ইয়ার ২০২৩-এর সমর্থনে দেশজুড়ে অনেক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এই ধারাবাহিকতায়, কৃষকদের প্রিয় কৃষি জাগরণও ১২ জানুয়ারী অর্থাৎ আজ বিকাল ৪.৩০ টা থেকে "আন্তর্জাতিক মিলেট ইয়ার ২০২৩"-এ একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করছে। নয়াদিল্লিতে কৃষি জাগরণ-এর সদর দফতরে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুনঃ Kisan Call Center: কৃষকদের ছোট-বড় প্রতিটি সমস্যার সমাধান করবে কিষাণ কল সেন্টার

প্রোগ্রামের উদ্দেশ্য

এই প্রোগ্রামে "ভুলে যাওয়া নিউট্রিগোল্ড" বিষয়ক আলোচনা হবে, অর্থাৎ বাজরা এবং ভারতীয় কৃষকদের সমৃদ্ধ সম্ভাবনার উপর গোল টেবিল আলোচনা। এর পাশাপাশি দেশে বাজরা ও মোটা শস্যের উৎপাদনশীলতা ও উৎপাদন কীভাবে বাড়ানো যায় তা নিয়েও আলোচনা হবে এই কর্মসূচিতে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় মন্ত্রী পরশোত্তম রুপালার উপস্থিতিতে 'মিলেটস নিয়ে বিশেষ সংস্করণ' উন্মোচন

অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় মন্ত্রী পরশোত্তম রুপালা ছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। এতে, উত্তরাখণ্ডের কৃষিমন্ত্রী গণেশ যোশি ,  নীতি আয়োগের সদস্য রমেশ চন্দ ,  ন্যাশনাল রেইনফেড এরিয়া অথরিটি ( এনআরএএ)  সিইও অশোক দলওয়াই সহ অনেক বিশিষ্ট ব্যক্তি জড়িত থাকবেন।

প্রোগ্রামে যোগ দিতে এই সরাসরি লিঙ্কে ক্লিক করুন

কৃষি জাগরণ তার পাঠকদের এই কর্মসূচিতে আরও বেশি করে যুক্ত হয়ে একসঙ্গে মিলিত আন্তর্জাতিক বর্ষ উদযাপন করার আহ্বান জানিয়েছে। এমতাবস্থায়, আপনিও যদি এই জমকালো কর্মসূচিতে যোগ দিতে চান এবং এতে অংশ নিতে চান, তাহলে নিচের জুম লিঙ্কে যোগ দিতে পারেন।

জুম লিঙ্কঃ https:   //lnkd.in/dkFfr-ys ...

মিটিং আইডি:  864 2698 9488

পাসকোড: 239938

English Summary: Parashottam Rupala will be present at Krishi Jagaran to launch the special issue of Millet, you can also join directly through this link
Published on: 12 January 2023, 01:53 IST