বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 23 August, 2022 4:12 PM IST
পার্থেনিয়াম সতর্কতা সপ্তাহ পালন উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে

উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ১৬ থেকে ২২শে অগাস্ট পর্যন্ত পারথেনিয়াম সতর্কতা সপ্তাহ পালন করা হল।

এই আলোচনায় প্রধানত পারথেনিয়ামের ক্ষতিকারক দিক এবং কিভাবে এর নির্মূল করা সম্ভব সেই বিস্তারিত ভাবে মন্ত্যব্য রাকা হয়। কৃষি বজ্ঞান কেন্দ্রের খামার এবং চারপাশের অংশে পারথেনিয়াম নির্মূল অভিযান হয়।

আরও পড়ুনঃ  কৃষকদের বিক্ষোভ সমাবেশ নিয়ে উত্তাল রাজধানি,গ্রেফতার টিকায়েত

এদিন কৃষি বিজ্ঞানের তরফ থেকে দেবাশিস মাহাত বলেন পারথেনিয়াম শুধু উদ্ভিদের নয় মানব শরিরেও ক্ষতিকারক প্রভাব ফেলে। শ্বাসকষ্ট, চর্মরোগ ইত্যাদি দেখা যায়। তাই এই আগাছা গুলিতে ফুল আসার আগেই এদের নির্মূল করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা এবং প্রগতিশীল কৃষকরা।

আরও পড়ুনঃ  বাংলার কৃষকদের আয় বৃদ্ধি হয়েছে ২০০শতাংশ, ICAR-এর রিপোর্টে খুশি তৃণমুল

English Summary: Parthenium Awareness Week Observance at North Dinajpur Agricultural Science Centre
Published on: 23 August 2022, 04:12 IST