Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 2 February, 2019 5:02 PM IST

ইদানিংকালে কীটনাশক বিক্রির লাইসেন্স পেতে বা পুনর্ণবিকরণের জন্য বিশেষ কিছু নথিপত্র জমা করতে হবে বলে সরকার থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সকল নথিপত্রের তালিকা দেওয়া হল –

  • সঠিকভাবে পূরণ করা ফর্ম, পূর্ণ ঠিকানা পিন কোড সহ, পাসপোর্ট সাইজ ফটো (১ কপি)।
  • জমি সংক্রান্ত প্রমান পত্র (কম্পিউটার পর্চা) জেরক্স।
  • ভাড়ার ঘর হলে, ঘরের মালিকের অরিজিনাল নোটারি এফিডেবিট, প্লট নং, জে এল নং, মৌজা, খাতিয়ান নং ইত্যাদি উল্লেখ সহ। অরিজিনাল বাড়ি ভাড়ার রসিদ।
  • পঞ্চায়েত / মিউনিসিপ্যালিটি প্রদত্ত প্রভিসনাল এনলিস্টমেন্ট সার্টিফিকেট।
  • বি এল ও, এল আর ও কর্তৃক প্রদত্ত হাল সনের খাজনার রসিদের জেরক্স।
  • যদি জমি নিজের নামে না থাকে (পিতার নামে ইত্যাদি) তবে জমির মালিকের অনুমতিপত্র, নোটারি এফিডেবিট আকারে (আরিজিনাল) আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
  • ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদির জেরক্স।
  • সঠিকভাবে পূরণ করা প্রিন্সিপাল সার্টিফিকেট, আবেদনকারীর স্বাক্ষর সহ।
  • প্রতিটি জেরক্স কপিতে আবেদনকারীকে পূর্ণনাম সাক্ষর করতে হবে তারিখ সহ ।
  • নুন্যতম শিক্ষাগত যোগ্যতা - বি. এস. সি. এগ্রিকালচার/ বি এস. সি. কেমিস্ট্রি/ বোটানি/ জুলজি/ বায়ো কেমিস্ট্রি/ বায়ো টেকনোলজি/ লাইফ সায়েন্স পাশ অথবা, সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্লান্ট প্রোটেকশন এবং পেস্টিসাইড ম্যানেজমেন্টের কোর্স সহ এগ্রিকালচার বা হর্টিকালচারে এক বছরের ডিপ্লোমা আছে এমন একজন টেকনিক্যাল পার্সনকে নিয়োগ করার, টেকনিক্যাল পার্সন এর মান্থলি স্যালারি চেক অথবা ডিজিটাল মোডে প্রদানের ডিক্লেয়ারেশনের নথির জেরক্স সহ, স্টোর এবং সেল পয়েন্ট যে রেসিডেন্সিয়াল এরিয়াতে অবস্থিত তার আন্ডারটেকিং, স্টোর এবং সেল পয়েন্ট যে কোন প্রকার খাদ্য দ্রব্য মজুত করা হয় না তার আন্ডারটেকিং, স্ট্যাম্প পেপার নোটারি এফিডেবিট করা অরিজিনাল নথিপত্র।
  • টেকনিক্যাল পার্সন তার নিয়োগ সম্মতি ঘোষনা পূর্বক নোটারি এফিডেবিট করা অরিজিনাল নথিপত্র। ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, বি এস সি পাশের সার্টিফিকেট, মার্কশিট এর জেরক্স, পূর্ণনাম স্বাক্ষর করতে হবে তারিখ সহ।
  • সেল / স্টোর পয়েন্টের হাতে আঁকা স্কেচ, আবেদনকারির স্বাক্ষর এবং তারিখ সহ।

আরও পড়ুন লাল চিহ্নযুক্ত ১২টি কৃষিবিষের উপর নিষেধাজ্ঞা জারি হল!

  • ই-মেল আইডি
  • মোবাইল নাম্বার
  • সেফটি ইকুইপমেন্টক্রয়ের রসিদ (অরিজিনাল)
  • আবেদনকারীর রাবার স্ট্যাম্প।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: pesticide selling license
Published on: 28 January 2019, 01:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)