হলদিয়া বন্দর থেকে প্রথমবারের মতো বাংলাদেশে যাচ্ছে পেট্রোলিয়ামজাত পণ্য ন্যাপথা (গ্যাসের একটি উপজাত)। পেট্রোলিয়ামের এই অংশকে জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক যৌগ ও ব্যবহার্য দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে হলদিয়া ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও হলদিয়া পোর্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে এই পণ্যটি বাংলাদেশে যাবে।
ভারত-বাংলাদেশ প্রটোকল রুট-২ দিয়ে প্রায় দুই হাজার টন ন্যাপথা নিয়ে টি সাংহাই নামের একটি কার্গো এরই মধ্যে যাত্রা শুরু করেছে। সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে কার্গোটির যাত্রা সূচনা করেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থ ঘোষ।
শ্রীঘোষ বলেন, এই কার্গোটি বাংলাদেশের মংলা বন্দরে যাবে। নদীপথে কম খরচের সুবিধার জন্য ইন্ডিয়ান অয়েল করপোরেশন থেকে বাংলাদেশের বিভিন্ন শিল্প সংস্থা ন্যাপথা আমদানি শুরু করলো। এরপর ধীরে ধীরে এই নদীপথ দিয়ে হলদিয়া থেকে পেট্রোলিয়ামজাত বিভিন্ন পণ্য বাংলাদেশে যাবে।
আরও পড়ুনঃ জলের শহর মুম্বাই! গাড়ি নয় রাস্তায় চলছে নৌকা
হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা বলেন, এতে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে বৃহৎ বাণিজ্যিক ক্ষেত্রও উন্মুক্ত হলো। তিনি জানান, ছয়-সাতদিনের মধ্যে কার্গোটি মংলা বন্দরে পৌঁছাবে।
আরও পড়ুনঃ ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, পকেটে টান মধ্যবিত্ত বাঙালির