এগ্রি স্টার্টআপ কনক্লেভ ও কিসান সম্মেলন কৃষি ও কৃষক মন্ত্রক আয়োজিত হতে চলেছে ৷ দুই দিনব্যাপী সম্মেলনটি 17 এবং 18 অক্টোবর নয়াদিল্লির IARI ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
মেলার মূল উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রে কৃষি স্টার্টআপের কাজ, কৃষি উপকরণ, কৃষি প্রযুক্তিতে উদ্ভাবন এবং বিভিন্ন কৃষকদের সমবায় চর্চা প্রদর্শন করা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 17 অক্টোবর এগ্রি স্টার্টআপ কনক্লেভ এবং কৃষক সম্মেলনের উদ্বোধন করবেন।প্রায় 1500 স্টার্টআপ, 13,500 কৃষক এই সম্মেলনে অংশ নেবেন।
এর পাশাপাশি সম্মেলনে জ্যেষ্ঠ বিজ্ঞানী, কৃষি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করবেন এবং দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। প্রদর্শনীতে কৃষি ও সংশ্লিষ্ট খাতে কর্মরত স্টার্টআপের ৩০০টি স্টল থাকবে।
আরও পড়ুনঃ FSII-এর 6 তম বার্ষিক সম্মেলন! বীজ উৎপাদন নিয়ে বিশেষ আলোচনা
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান হারাম নিধি যোজনা চালু করেছে। তবে এই কর্মসূচিতে পিএম কিষানের দ্বাদশ কিস্তিও কৃষকদের হাতে তুলে দেওয়া হবে।