রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 27 July, 2020 12:50 PM IST

পলিথিনের মত দেখতে পাট দয়ে তৈরি পরিবেশ বান্ধব ব্যাগ

একদমই পলিথিনের মত দেখতে ব্যাগ, কিন্তু পাট দিয়ে তৈরি! পলিথিনের চেয়েও দেড়গুণ মজবুত এই ব্যাগ, ফেলে দেওয়ার পর মাত্র চার থেকে পাঁচ মাসেই পুরোপুরি মাটির সাথে মিশে যাবে  পরিবেশের কোনো ক্ষতি না করেই!

অসাধারণ এই আবিষ্কারের আবিষ্কারক বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেও আমরা অনেকেই হয়তো তাঁর নামও শুনিনি! তিনি হলেন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের ইন্সটিটিউট অফ রেডিয়েশন এন্ড পলিমার টেকনোলজি এর চিফ সায়েন্টিফিক অফিসার ড. মুবারক আহমদ খান। তিনি পাটের ফাইন সেলুলোজকে আলাদা করে এর সাথে সিক্রেট কিছু রাসায়নিক দ্রব্য এবং ক্রসলিঙ্কার মিশিয়ে সিক্রেট একটি তাপমাত্রায় ড্রায়ার মেশিনে বিক্রিয়া ঘটান। এভাবেই তৈরি করেন পাটের তৈরি পলিব্যাগ, যার নাম তিনি দিয়েছেন সোনালী ব্যাগ। সঙ্গত কারণেই কেমিক্যাল এবং তাপমাত্রা তিনি গোপন রেখেছেন।

এই আবিষ্কারের জন্য বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স (BAS) তাঁকে স্বর্ণপদকে ভূষিত করেছে। ইতিমধ্যেই ঢাকার ডেমরার বাওয়ানী জুট মিলে সোনালী ব্যাগ তৈরির পাইলট প্ল্যান্ট স্থাপন করেছে বি.জে.এম.সি.। পাইলট প্ল্যান্ট সফল হলে সরকার বাণিজ্যিকভাবে এই ব্যাগ তৈরি শুরু করবে। তবে এর আগেই দেশীয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় কোম্পানী এবং সিটি কর্পোরেশন লাইন ধরে বসে আছে, যেন বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হওয়া মাত্রই তারা প্রথমে এই পাটের পলিব্যাগ পেতে পারে। সবকিছু ঠিকভাবে চললে মাল্টি বিলিয়ন ডলারের বাজার নিজেদের দখলে পেতে যাচ্ছে বাংলাদেশ!

English Summary: Poli-bag made-up of Jute
Published on: 16 April 2018, 04:19 IST