এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 14 August, 2021 11:04 AM IST
Post office recruitment (image credit- Google)

প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal) ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি । কেবল মাধ্যমিক পাশ করে থাকলেই পদগুলিতে আবেদন করতে পারবেন। রাজ্যের বিভিন্ন জেলার পোস্ট ডিভিশন গুলিতে এই কর্মী নিয়োগ করা হবে। যেসব ডিভিশনে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- পূর্ব কলকাতা ডিভিশন, বারাসাত ডিভিশন, নদিয়া দক্ষিণ ডিভিশন, কোচবিহার ডিভিশন। কোনো হাতে লেখা পরীক্ষা নয় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

পদের নাম(Designation):

ডাইরেক্ট এজেন্ট।

বয়স(Age):

প্রার্থীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

মাধ্যমিক পাশ। Life Insurance পলিসি, মার্কেটিং স্কিল সম্পর্কে ধারণা ও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বেতন(Salary):

এই পদগুলিতে নির্দিষ্ট কোন পারিশ্রমিক নেই। ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন ইন্সুরেন্স ও পলিসি বিক্রি করলে নির্দিষ্ট হারে কমিশন পাবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো বেতন না থাকলেও পলিসি বিক্রির হার বেশি হলে কমিশনের পরিমাণও বেশি হবে।

আরও পড়ুন: Bangladesh Agriculture: বাংলাদেশে কৃষিখাতে স্বল্পসুদে ঋণের প্রস্তাব করবে এফবিসিসিআই

নিয়োগ পদ্ধতি:

নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ -এর মাধ্যমে।

আবেদন পদ্ধতি(Application procedure):

এক্ষেত্রে আলাদা করে আবেদন করতে হবে না। নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস(Important documents):

১)বায়োডাটা

২) বয়সের প্রমাণপত্র

৩)শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট

৪)প্যান কার্ড

৫)অভিজ্ঞতার সার্টিফিকেট

পশ্চিমবঙ্গের বিভিন্ন পোস্টাল ডিভিশন অনুযায়ী আলাদা আলাদা দিনে ইন্টারভিউ হবে। দেখে নিন কোন ডিভিশনে কবে ইন্টারভিউ হবে |

পূর্ব কলকাতা ডিভিশন:

ইন্টারভিউয়ের তারিখ:

১৭ আগস্ট দুপুর ১২ টা

ইন্টারভিউয়ের স্থান:

East Kolkata Division, Kolkata, PIN- 700164

বারাসাত ডিভিশন:

ইন্টারভিউয়ের তারিখ:

২৩ থেকে ২৭ আগস্ট দুপুর ১২ টা

ইন্টারভিউয়ের স্থান:

Barasat Division, Barasat, Kolkata, PIN- 700124 

নদিয়া দক্ষিণ ডিভিশন:

ইন্টারভিউয়ের তারিখ:

২৪ থেকে ২৬ আগস্ট দুপুর ১২ টা

ইন্টারভিউয়ের স্থান:

Nadia South Division, B- 16, Postal Quarter, Kalyani, Nadia, PIN- 741235

কোচবিহার ডিভিশন:

ইন্টারভিউয়ের তারিখ:

১৬ আগস্ট সকাল ১১ টা

ইন্টারভিউয়ের স্থান:

O/o the superintendent of Post Offices, 1st floor, Cooch Behar Head Post Office, Cooch Behar- 736101

আরও পড়ুন: Farm sector records new business registration: কৃষি খাতে নতুন ব্যবসায়িক নিবন্ধন ১০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে

English Summary: Post Office Recruitment: Recruitment is going on in the post office, see detailed information
Published on: 14 August 2021, 11:04 IST