রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 21 May, 2018 5:10 AM IST

শহরের বিভিন্ন বাজারে আলুর দাম এই মুহূর্তে ১৮-২০ টাকা কেজি যা বিগত সপ্তাহের থেকে ২৫ শতাংশ বেশি। বিগত সপ্তাহে এই দাম ছিল ১৪-১৫ টাকা। হঠাৎ করে আলুর এই দাম বাড়ার পেছনে কারন হল আলু সংরক্ষন জনিত কারন। হিমঘরে আলু সংরক্ষনের ফলে তার দাম ও বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গ সহ প্রতিবেশী রাজ্যগুলিতেও একধাপে আলুর দাম অনেক বেড়ে গেছে। কিলোগ্রাম প্রতি যেসব আলু ঠাণ্ডা ঘর থেকে আনা হচ্ছে তাদের দাম ধার্য করা হচ্ছে হিমঘরের খরচা সমেত। মূল্য বাড়ার পেছনের মূল কারন হল আলুর কম ফলন। জ্যোতি দাম প্রতি কেজি এখন ২০ টাকা, তবে তা যোগানে বাধা এলে তার দাম আরও বাড়বে বলে সন্দেহ আছে। রাজ্য কৃষি বিপননি মন্ত্রী তপন দাশগুপ্ত জানান রাজ্যের এই অবস্থার প্রতি তিনি বিশেষ ভাবে দিকপাত করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা করবেন, তার জন্য দরকারি সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।  

- Sushmita

English Summary: Potato
Published on: 21 May 2018, 05:10 IST