রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 27 February, 2019 4:43 PM IST

২৪ সে ফেব্রুয়ারী ২০১৯ -এর সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা শুরু হওয়া প্রধানমন্ত্রী-কিষান প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার  ১লা মার্চের মধ্যে কমপক্ষে ১০ মিলিয়ন কৃষককে ২০০০ টাকা করে হস্তান্তর করতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সরকার এখন পর্যন্ত সারা দেশ থেকে ৩৭.১ মিলিয়ন কৃষককে এই প্রকল্পে নিবন্ধন করেছে। যদিও বিজেপি শাসিত রাজ্যগুলি এখনও এগিয়ে রয়েছে তবে অন্য রাজ্যগুলিও আস্তে আস্তে এই প্রকল্পের আওতায় আসছে। এক কৃষি কর্মকর্তা বলেন "আমরা গত ২৪ সে ফেব্রুয়ারী রবিবার ২০০০ কোটি টাকা ১.০১ কোটি কৃষককে হস্তান্তর করেছি। এখন, আগামী ১ মার্চের মধ্যে এক কোটি কৃষককে ২০০০ টাকা করে হস্তান্তর করা যেতে পারে বলে আশা করা হচ্ছে। আমরা শীঘ্রই এর তারিখ নির্ধারণ করবো।"

এই সপ্তাহের শেষে ফান্ড ট্রান্সফারের দ্বিতীয় রাউন্ডের পর, সরকার নিয়মিতভাবে অর্থ প্রদান করবে যখন তথ্য পাবলিক ফাইন্যানন্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (পিএফএমএস) দ্বারা যাচাই করা হবে। সরকারী কর্মকর্তা বলেন যে- অনেক রাজ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তথ্য পাঠাচ্ছে। উত্তরপ্রদেশ সবথেকে এগিয়ে আছে। কিন্তু গত সপ্তাহে প্রধানমন্ত্রী মোদী কৃষকদের টাকা দেবার পর যেসব রাজ্য পিছিয়ে ছিল তারাও এখন কৃষকদের সম্বন্ধে তথ্য পাঠচ্ছে। রাজস্থান (১.২৫ লাখ), ছত্তিশগড় (৪ লাখ), ওড়িশা (৯ লাখ) ও কর্ণাটক (২ লাখ)  কৃষকের তথ্য পাঠিয়েছে।প্রথম হস্তান্তরের পর সব রাজ্য থেকেই কৃষকদের সম্বন্ধে তথ্য আসছে শুধু মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ ও দিল্লি তাদের তথ্য পাঠায়নি। প্রধানমন্ত্রী-কিষান প্রকল্পের প্রধান কার্যনির্বাহী বিবেক আগরওয়াল বলেন যে ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত  ১২০ কোটি কৃষককে অর্থ হস্তান্তরের জন্য সরকার লক্ষ্যমাত্রা স্থাপন করেছে। সত্যিকারের সুবিধাভোগীকে সনাক্ত করা ও অর্থ হস্তান্তর করার জন্য সরকারের কাছে একটি শক্তিশালী ব্যবস্থা রয়েছে। সব রাজ্য সরকারের কাছ থেকে ভাল প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

সুত্র- দি ইকনমিক টাইমস

- দেবাশীষ চক্রবর্তী

English Summary: Pradhanmantri kisan prakalp
Published on: 27 February 2019, 04:37 IST