বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 24 August, 2023 4:35 PM IST
প্রকাশ চিক বড়াইককে স্বাগত জানাচ্ছেন দলের কর্মীরা। ছবি ফেসবুক থেকে নেওয়া।

কৃষিজাগরন ডেস্কঃ এক সময় চা বাগানে কাজ করতেন।নিজের হাতে তুলতেন চায়ের পাতা। সেখান থেকে রাজ্যসভার সাংসদ হওয়ার রাস্তাটা মোটেই মসৃন ছিল না।বরং কন্টকাকীর্ণ সেই পথ পেড়িয়ে রাজ্যসভায় সাংসদ হিসাবে শপথ নিয়েই কেন্দ্রের ‘বঞ্চনা’র বিরুদ্ধে সরব হলেন আলিপুরদুয়ারের সন্তান প্রকাশ চিক বরাইক।

২০০৬ সালে কুমারগ্রামের নিউল্যান্ডস চা বাগানে শ্রমিক হিসাবে কাজে যোগ দেন প্রকাশবাবু। তার পরেই সক্রিয় ভাবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। তবে তৃণমূলে তাঁর রাজনৈতিক উত্থান হয় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে।

আরও পড়ুনঃ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমুল,বাদ শান্তা এবং সুস্মিতা,নতুন চমক!

প্রকাশ চিক বড়াইককে সংবর্ধনা জানাচ্ছেন দলের কর্মী সমর্থকরা। ছবি ফেসবুক থেকে নেওয়া।

২০২১-এ বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় তৃণমূল সব কটি আসনে পরাজিত হয়। চা বলয়ের আদিবাসী নেতা বলে পরিচিত প্রকাশ চিক বরাইককে ওই বছর দলের জেলা সভাপতি করে তৃণমূল। এরপর আলিপুরদুয়ার জেলাতে পুরসভা নির্বাচনে শাসক দল সাফল্যের মুখ দেখে। এবারের পঞ্চায়েত নির্বাচনেও তিনিই ছিলেন শাসক দলের মুখ।এ বার সরাসরি তাঁকে রাজ্যসভার টিকিট দেয় রাজ্যের শাসক দল।

আরও পড়ুনঃ ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি’ দুর্যোগের দিন কি ঘটেছিল জানালেন মু্খ্যমন্ত্রী

ছাত্র জীবন থেকেই তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন। চা শ্রমিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ৪৩ বছরের এই শ্রমিক নেতা। তাই রাজ্যসভার সদস্য হিসাবে শপথ গ্রহণের সময়ের সাক্ষী থাকতে এ দিন দিল্লিতে ছিলেন আলিপুরদুয়ার জেলার নানা স্তরের অন্তত ৭০ জন তৃণমূল নেতা কর্মী।

ছবি ফেসবুক থেকে নওয়া।
English Summary: Prakash Chik Baraik returned from Delhi to Alipurduar, the workers filled him with love after meeting the leader
Published on: 24 August 2023, 03:59 IST