Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 19 December, 2018 11:57 AM IST

গত বছরের তুলনায় এবার চা রপ্তানি সামান্য বাড়াল ভারত। টি বোর্ডের প্রাথমিক হিসেব অনুযায়ী গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এ দেশ থেকে রপ্তানি করা হয়েছে ২০ কোটি ৩ লক্ষ ৮০ হাজার কেজি চা। গত বছর ওই একই সময়ের নিরিখে ১৯ কোটি ৮০ লক্ষ ৬০ হাজার কেজি চা রপ্তানি করা হয়েছে এ দেশ থেকে। পরিমাণের নিরিখে বৃদ্ধির হার ১.১৭ শতাংশ।

এবছরের প্রথম ১০ মাসে রপ্তানি করা চায়ের দাম প্রায় ৪ হাজার ৬২ কোটি টাকা। গত বছর যা ছিল ৩ হাজার ৯১১ কোটি টাকা। তবে রপ্তানি সামান্য বাড়লেও অক্টোবরে চায়ের উৎপাদন সামান্য কমেছে। ওই মাসে চায়ের মোট উৎপাদন হয়েছিল ১৭ কোটি ৬৪ লক্ষ কেজি, যা গত বছরের ওই মাসের তুলনায় ৩.৭ শতাংশ কম।

উৎপাদন কম হওয়ার কারণ হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গ এবং অসমের নাম। এই দুই রাজ্যে চায়ের উৎপাদন আগের বছরের তুলনায় কিছুটা কম হয়েছে। পশ্চিমবঙ্গে এই বছর আক্টোবর মাসে চয়ের উৎপাদন ছিল ৫ কোটি ৬ লক্ষ কেজি, যা গত বছর অক্টোবরে ছিল ৫ কোটি ৩৯ লক্ষ কেজি। এবার থেকে জৈব পদ্ধতিতে চা উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে।

চিন দেশ পৃথিবীর সবচেয়ে বড় চা উৎপাদক এবং সবচেয়ে বেশি পরিমান চা আমদানি করে এই দেশ। চিনের আমদানি করা চায়ের ৩০ শতাংশ ভারতিয় চা। চা-এর ঔষধিয় গুণ প্রচার হওয়ার ফলে পানিয় হিসেবে গ্রিন টি বা ব্ল্যাক টি উভয়ের জনপ্রিয়তা দুই দেশেই সমানভাবে বেড়েছে। চিনে গ্রিন টি বেশি উৎপন্ন হয় ও ভারতে ব্ল্যাক টি-এর পাশাপাশি আরো নানা ধরনের চা যেমন দার্জিলিং টি, আসাম টি ইত্যাদির উৎপাদন ও রপ্তানি হয়। ভারত চিনদেশ ছাড়াও ইউ এস এ, ইউ কে, ইউ এ ই, ইরান, পাকিস্তান ও ইজিপ্টে চা রপ্তানি করে।

- রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: Price increased for exporting tea
Published on: 19 December 2018, 11:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)