এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 18 July, 2022 4:09 PM IST

আজ সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে বুথ।সেই বুথে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার সকালে সংসদ চত্বরে দাঁড়িয়ে মোদি বলেন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।

উত্তর প্রদেশে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। তামিলনাড়ুতে বিধানসভায় ভোট দিয়েছেন ডিএমকে প্রধান এম কে স্তালিন।  

প্রসঙ্গত, বিধায়কদের ভোট মূল্যে সবার আগে রয়েছে উত্তর প্রদেশের নাম। প্রতি বিধায়কের ভোট মূল্য ওই রাজ্যে ২০৮। তামিলনাড়ু ভোট মূল্যে দ্বিতীয়। সেখানকার বিধায়কদের ভোট মূল্য ১৭৬।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে বড় দিদির মতো সম্মান করিঃ মিঠুন চক্রবর্তী

ভোট দিতে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। হুইল চেয়ারে বসিয়ে তাঁকে নিয়ে আসা হয় সংসদে ভবনে। সাহায্য নিয়ে কোনো মতে ব্যালট বক্সের সামনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন  মনমোহন সিং।  

প্রশঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনেও টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিন্‌হা। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটের ব্যবস্থা থাকে। যেন ভোটদানকারীরা নিজেদের মত প্রকাশ করতে কোনো অসুবিধায় না পড়েন। কিন্তু তার মধ্যে অর্থের খেলা চলছে। দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে। আমার অনুরোধ, ভোট দানকারীরা নিজেদেক অন্তরাত্মার কথা শুনুন।

আরও পড়ুনঃ কৃষকদের দামি কৃষি মেশিন কিনতে হবে না, এখান থেকে ভাড়াও পাবেন

রাষ্ট্রপতি নির্বাচনে অর্থের খেলা চলছে বলে যশবন্তের যে দাবি, তা খারিজ করে বিজেপি নেতা রাহুল সিন্‌হা বলেন, হেরো পার্টিদের  কথার কোনো গুরুত্ব নেই!

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, উনি বুঝতে পেরেছেন যে- হারতে চলেছেন, তা-ই এখন এসব বলছেন।

English Summary: Prime Minister Narendra Modi voted in the presidential election
Published on: 18 July 2022, 04:09 IST