সড়ক পথে নিজের স্মৃতি বিজরিত পৈত্রিক বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাওয়ার পথে পদ্মা সেতুতে সন্তানদের নিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে।
ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । পরিবারের আনন্দঘন এ মুহূর্তকে ধারণ করতে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ক্যামেরায় ছেলের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সজীব ওয়াজেদ জয় তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর সাড়ে ১২টার দিকে এ ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুনঃ বিণামূল্যে স্বাস্থ্য পরিক্ষা শিবিরের আয়জন করল লোটাস ফিট ফাউন্ডেশন
এরপর টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
আরও পড়ুনঃ কালের কষ্টিপাথরে যে নাম লেখা আছে, সে নাম থাকবে ‘চিরতরুণই’