রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 12 November, 2018 12:35 PM IST

গোটা ভারতবর্ষের কর্মহীন লোকের সংখ্যা বিচারে সরকারি বা বেসরকারি চাকরির সংস্থান খুবই কম। এই অভাবের পেছনে অনেক কারন রয়েছে।মূলকারণ হলো সরকারগুলির এবং বেসরকারি সংস্থানগুলি যুগোপযোগী নুতুন ধারণার জন্ম দিতে না পার ও, যেসব সম্পদ রয়েছে দেশে ও দেশের বাইরে সেগুলির সঠিক ব্যবহার করতে না জানা। এছাড়া আমালা তান্ত্রিক মনোভাব,স্বজনপোষণ ও সীমাহীন দুর্নীতি এর অন্যতম কারণ। এছাড়া যোগ্যতা চাকরি পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা্র সঠিক দক্ষতর অভাব তো রয়েছেই। সেজন্যই হয়তো আমাদের দেশের কোনো কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের মুখে কখনো কখনো বেকারদের বলতে শোনা যায় "চা" কিংবা "চপের"দোকান দিতে। তাদের মুখে এইসব কথা অনেকের কাছে হাস্যকর শোনায়।

এর কারন হয়ত অনেক কিছু এবং আমার বলার উদ্দেশ্য এই নয় যে এসব পেশা যারা করেন বা করার সাথে যুক্ত তাঁদের পেশা অসম্মানের।পৃথিবীর প্রত্যেকটি সৎ ও পরিশ্রমী পেশাতে সন্মান যথাযোগ্য থাকা উচিৎ! আমার বলার উদ্দেশ্য হল,আমদের যা যা সম্পদ আছে সেগুলির সঠিক ব্যাবহার করতে পারলে এই সকল সমস্যর সামধান সম্ভব। আমদের দেশে  প্রচুর বনজ সম্পদ,জলাসয় ও নদী আছে যা ব্যাবহার করা যেতে পারে। এছাড়া জমির সঠিক ব্যাবহার করে আধুনিক চাষ আবাদ,পশু প্রাণী পালান করে রোজগার বাড়ন যেতে পারে। আমাদের চারপাশে এমন অনেক সফলতার উদাহারন ছড়িয়ে ছিটেয়ে আছে শুধু সেগুলিকে একত্রিত করে আমদের এগুতে হবে।

- অমরজ্যোতি রায় 

English Summary: Profit through other endeavours
Published on: 05 November 2018, 04:11 IST