রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 2 January, 2019 4:07 PM IST

১ জানুয়ারি থেকে পিএফ সংক্রান্ত টাকা গ্রাহককে দেওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করেছে রাজ্যের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ই পি এফ ও। এখন থেকে গ্রাহকের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে তাঁর আধার কার্ড সংযোগ থাকা বাধ্যতামূলক। অথচ দেখা যাচ্ছে, এ রাজ্যে যত পিএফ গ্রাহক আছেন, তার মধ্যে আধার সংযোগ রয়েছে মাত্র ৪৯.৮১ শতাংশের। এখানে ১৫ লক্ষ ২২ হাজার গ্রাহকের পিএফ নম্বরের সঙ্গে আধার সংযোগ নেই। ফলে তাঁরা পিএফের টাকা তোলা, অগ্রিম নেওয়া বা আংশিক টাকা তোলার ক্ষেত্রে সমস্যায় পড়বেন।

গ্রাহকের পাশাপাশি কর্মদাতার কাজ সহজ করার উদ্দেশ্যে দেশজুড়ে পিএফ গ্রাহকের জন্য একটি করে নম্বর বরাদ্দ করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। সেই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউ এ এন) প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। ওই নম্বরের সঙ্গে আধার নম্বর যোগ করার জন্য দেশজুড়ে উদ্যোগ নেয় পিএফ দপ্তর। কিন্তু তাতে এ রাজ্যে এখনও অর্ধেক গ্রাহকই সাড়া দেননি। গত ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য বলছে, এ রাজ্যে পিএফ গ্রাহকের সংখ্যা ৩০ লক্ষ ৩২ হাজার ১৩৬ জন। তার মধ্যে আধার সংযোগ হয়েছে মাত্র ১৫ লক্ষ ১০ হাজার ২৫৬ জনের। আধার সংযোগ নেই ৫০.১৯ শতাংশের।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: provident fund
Published on: 02 January 2019, 04:07 IST