এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 6 December, 2022 6:04 PM IST
রাজ্যের দাবিতে উত্তরবঙ্গে ফের রেললাইন অবরোধ

উৎপল রায়, জলপাইগুড়ি: পৃথক রাজ্যের দাবিতে উত্তরবঙ্গে ফের রেল অবরোধ। মঙ্গলবার ভোর থেকে জলপাইগুড়ির ময়নাগুড়িতে দলীয় পতাকা হাতে রেললাইনের উপর বসে অবরোধ শুরু করেন। আলাদা কামতাপুর রাজ্যের দাবি নিয়ে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের ১২ ঘন্টার রেল অবরোধ কর্মসূচি। যার জেরে আটকে পড়েছে বহু ট্রেন।

তবে রেলওয়ে কর্তৃপক্ষ অবরোধকারীদের সঙ্গে আলোচনার পড়ে ৫ ঘণ্টা পর অবরোধ উঠে যায়। এদিন নিউ ময়নাগুড়ি রেল স্টেশনের পাঁচশো মিটার আগে এই অবরোধ করেন। অবরোধের জেরে আটকে পড়ে একাধিক ট্রেন। এদিন কামতাপুর রাজ্যের দাবিতে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি প্রয়াত অতুল রায়ের ছেলের অমিত রায় এবং কামতাপুর পিপলস পার্টির সভাপতি নিখিল রায়ের যৌথ মঞ্চ কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম -এর তরফে নিউ ময়নাগুড়ি রেল স্টেশনে অবরোধ কর্মসূচি করা হয়।

ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটকে দেওয়া হয়। পরে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে যায়। রেল অবরোধ সামাল দিতে রেল পুলিশের তরফে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। পাশাপাশি জেলা পুলিশের তরফেও প্রচুর সংখ্যক পুলিশ ময়নাগুড়িতে নিয়ে আসা হয়। নামানো হয় র‍্যাফ ও কমব্যাক্ট ফোর্সও। এদিন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অমিত রায় বলেন, ‘আলাদা রাজ্যের দাবিতে অবরোধ করা হয়েছে।’

আরও পড়ুন ঃ  আবাস যোজনার বাড়ি পাবে কারা? ১৫ দফার নির্দেশিকা প্রকাশ নবান্নের

অন্যদিকে কামতাপুর পিপলস পার্টির সভাপতি নিখিল রায় বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়, আলাদা রাজ্যের দাবির বার্তাটি তারা পৌঁছে দেবেন রাজ্য এবং কেন্দ্র সরকারকে। তবে তাদের আশ্বাসে আন্দোলন তুলে নেওয়া হয়।

English Summary: Rail line blockade again in North Bengal on the demand of the state
Published on: 06 December 2022, 05:57 IST