রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 28 June, 2018 7:19 AM IST

রাষ্ট্রপতি মাননীয় শ্রী রামনাথ কোবিন্দ গত বুধবার দেশের ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারী শিল্পক্ষেত্রকে কৃষিক্ষেত্রের পরই দেশের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান প্রদাতা বলে ঘোষণা করেন ও দেশের অর্থনীতির ‘ব্যাকবোন’ বলে অভিহিত করেন। এই ক্ষেত্রটিতে সুচারু ও সম্মিলিত ভাবে দেশের কর্মসংস্থান হয় কমখরচে ও আরও গুরুত্বপূর্ণ হল গ্রামীণ ও পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন, এর ওপর নির্ভরশীল। তিনি MSME(Micro, Small and Medium Enterprises) মন্ত্রালয়ের ‘উদ্যম সঙ্গম’ – ২০১৮ অনুষ্ঠান উদ্বোধন এরপর এই কথাগুলি বলেন। এই দিনটিতে MSME দপ্তর দ্বিতীয় আন্তর্জাতিক Micro, Small, Medium-sized Enterprise Day পালন করে। এই অনুষ্ঠানে ‘সোলার চক্র ও MSME সম্পর্ক’ পোর্টালেরও শুভ উদ্বোধন হয়। শ্রী গোবিন্দ বলেন উদ্যম সঙ্গম ২০১৮ MSME ক্ষেত্রটিকে গড়ে তোলার জন্য আদর্শ পরিবেশ।

 তারিখ – ২৭শে জুন

- তন্ময় কর্মকার 

English Summary: Ramnath kovind
Published on: 28 June 2018, 07:19 IST