পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 1 October, 2018 1:25 AM IST

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলির পর এবার নতুন করে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির সংযুক্তির রাস্তায় হাঁটতে চলেছে কেন্দ্র। দেশে ৫৬টি এই ধরনের গ্রামীন ব্যাঙ্ক রয়েছে। তা ৩৬টি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্য ও স্পনসর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেরও শেয়ার রয়েছে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিতে, তাই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের সঙ্গে কথা শুরু করেছে কেন্দ্র।

সংযুক্তির ফলে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির দক্ষতা বাড়বে বলে মনে করছে অর্থ মন্ত্রক। ধারণা, খরচ কমায় ভাল হবে আর্থিক স্বাস্থ্য। গ্রামীণ ব্যাঙ্কগুলিতে প্রযুক্তির ব্যবহারও বাড়বে। এতে আরও বেশি মানুষের কাছে ব্যাঙ্কিং পরিষেবা ও ঋণ পৌঁছবে বলেও আশা করছেন মন্ত্রকের প্রতানিধিরা।

 

২০০৫ সাল থেকেই আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের সংখ্যা কমাচ্ছে কেন্দ্র। সে বছর মার্চে যা ১৯৬ টি , তা ৫৬ টিতে নামানো হয়েছে। এ বার সেই সংখ্যা আরও কমাতে চায় কেন্দ্র। উল্লেখ্য, সম্প্রতি বিজয়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব বরোদাকে সংযুক্তির প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রক। এর আগে স্টেট ব্যাঙ্কের সঙ্গে মেশানো হয়েছে ৫ সহযোগী ব্যাঙ্ক ও ভারতীয় মহিলা ব্যাঙ্ককে।

- রুনা নাথ

English Summary: Regional Gramin Banks
Published on: 01 October 2018, 01:25 IST