'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 29 January, 2019 2:58 PM IST
রাহুল সামন্ত

রাহুল সামন্ত, বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের হাটবাড়ী গ্রামের একজন চাষী। এবছর রাহুলবাবুর ৪ বিঘা (১.৩৩ একর) জমির ধানে ধ্বসা রোগে আক্রান্ত হয়েছিল। রাহুলবাবু সেই সময় কিছু করতে পারছিলেন না। হঠাত্‍, একদিন তিনি সংবাদপত্রে রিলায়্যান্স ফাউন্ডেশনের টোল ফ্রী নম্বরটা পেয়ে ফোন করেন এবং তিনি তার সমস্যার কথা জানান, তারপর রিলায়েন্স ফাউনন্ডেশন-এর পক্ষ থেকে একটা অডিও কনফারেন্স এর ব্যবস্থা করা হয় এতে উনি অংশ গ্রহন করেন এবং কৃষি বিশেষজ্ঞকে উনার সমস্যার কথা জানান।

তার গ্রামের অনেকেরই এই অসুবিধা দেখা যাচ্ছিল এবং যারা এই কনফারেন্সে ছিলেন তাদের সকলকেই রিলায়্যান্স ফাউন্ডেশনের কৃষি বিশেষজ্ঞ একে একে উত্তর দেন। তাদেরকে বিশেষজ্ঞ স্যার বলেন প্রপিকনাজোল বা হেক্সাকোনাজল ১.৫ মিলি প্রতি লিটার জলে গুলে জমিতে স্প্রে করতে ও সেই সঙ্গে জমি থেকে জল বের করে দিতে। তারা বিশেষজ্ঞ স্যারের পরামর্শ মতো কাজ করেন, এতে রাহুলবাবুর ৪ বিঘা ধান নষ্টের হাত থেকে রক্ষা পায় এবং তার সাথে গ্রামের বাকী চাষিদের ১৫০ বিঘা (৫০ একর) মতো জমির ধান ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এরপর রাহুলবাবু রিলায়েন্স ফাউন্ডেশনের নিঃশুল্ক সহায়তা নম্বর ১৮০০-৪১৯-৮৮০০ তে ফোন করে ধন্যবাদ জানান ও যেকোন সমস্যায় ফোন করে পরামর্শ নেন।

English Summary: reliance foundation 4
Published on: 29 January 2019, 02:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)