রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 6 March, 2019 3:45 PM IST

রিলায়েন্স ফাউন্ডেশন ও কৃষি বিভাগের যৌথ উদ্দ্যেগে  কৃষক বন্ধু প্রকল্পের পুরুলিয়া জেলার মানবাজার-II ব্লকের, ৪৬টি গ্রামের  চাষীভাইদের তথ্য প্রদান করে ৩৩৮জনকে চেক সংগ্রহে অনবদ্য ভূমিকা পালন করিয়াছে।

রিলায়েন্স ফাউন্ডেশন পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের সম্বন্ধে তথ্য দিয়ে প্রথমে মানবাজার ব্লকের বিভিন্ন গ্রামের চাষীদের কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয় যাতে জমির পড়চা, ব্যাঙ্কের পাশ বই, আধার কার্ড, মোবাইল নম্বর নিয়ে যেতে বলা হয় যা প্রত্যেক চাষীর মোবাইলে ভয়েস মেসেজ এর মাধ্যমে ব্লক কৃষি আধিকারিকের পাওয়া প্রদত্ত তথ্য অনুসারে দেওয়া হয়।

অনুরুপ ভাবে যখন উক্ত চেক আসে তা আবার সময় ও তারিখ অনুসারে বিভিন্ন গ্রামের চাষী ভাইদের উল্লেখ্য দিনে আবার উক্ত অফিসে গিয়ে তা নেবার জন্য ব্যাঙ্কের পাশ বই, আধার কার্ড, প্রাপ্ত রসিদ সহকারে যাবার জন্য ভয়েস ও টেক্স মেসেজ দিয়ে জানানো হয় এবং তারা রিলায়েন্স ফাউন্ডেশনের নিশুঃল্ক নম্বরে ফোন করে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করে সেখানে যান এবং চেক সংগ্রহ করেন।

এর ফলে জারাগোড়া, বোরো, গোলাপাড়া, হেসলা, জামবেদিয়া, রঘুনাথপুর, নুনিয়াছাতরা, রাধামোহপুর, রামপুর, অগুইবিল, রাইডি, ধানগারডি, ধবনি, বারিডি, ব্রজরাজপুর, চাকুয়া, ছোট রাঙা, জানিপুর, তালডাবরা, কেন্দাঝোড়, তেলিঘানা, ধুন্দলু, কুমারি, শুশনা, বড়মাড়া, বড়গোড়িয়া, মুকুন্দপুর, পিটিতিরি, বেলডি, হেসলা, ধানগারডি, রথ্যকচা, ভুতাড়ি, দিঘী, সিন্দরিডিহি, বোচ, জাওরা, লয়াডি, ডাবরা, জামুনাবাদ, পাটাপাহাড়ি, চিরুগড়া, টামাখুন, গোলাপাড়া, বিক্রমডিহি প্রভৃতি গ্রামের ৩৩৮ জন চাষী উপকৃত হন।

English Summary: Reliance foundation news 6
Published on: 06 March 2019, 03:45 IST