পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 23 October, 2019 10:18 PM IST

রিলায়েন্স ফাউন্ডেশন এর উদ্যোগে নদীয়া জেলার , রানাঘাট ২ নম্বর ব্লকের নোকারি গ্রাম পঞ্চায়েত ও মাঝের গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় দু'দিনব্যাপী একটি অনুষ্ঠান স্বচ্ছতা হি-সেবা ২০১৯।

দুটো গ্রাম পঞ্চায়েতে উপস্থিত ছিলেন ব্লকের ওমেন ডেভলপমেন্ট অফিসার (NRLM), উপস্থিত ছিলেন এস বি আই ব্যাংকের ম্যানেজার, উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপস্থিত ছিলেন পঞ্চায়েত কর্মী , উপস্থিত ছিলেন কমিউনিটি সার্ভিস প্রোভাইডার এছাড়া উপস্থিত ছিলেন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সম্পাদিকা ও ১৩৪ জন সদস্যবৃন্দ।

আলোচনা হয় বিভিন্ন বিষয়ের উপর স্বচ্ছতা নিয়ে, জল ধরো জল বাঁচাও, ডেঙ্গু ও পরিবেশ সংক্রান্ত। রিলায়েন্স ফাউন্ডেশন এর কর্মী সকলের এই প্রোগ্রাম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে।

রিলায়েন্স ফাউন্ডেশন এর টোল ফ্রি নাম্বার ১৮০০ ৪১৯ ৮৮০০-এ কল করে বিভিন্ন রকমের তথ্য জানতে পারবেন বলেও জানানো হয়। এই ধরনের প্রোগ্রাম (স্বচ্ছতা হি সেবা ২০১৯) নদীয়া জেলা সহ পশ্চিমবঙ্গের  অন্যান্য জেলাতেও করা হচ্ছে।

তথ্য সূত্র

প্রদীপ পান্ডা

অনুবাদ

স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)

English Summary: Reliance -Foundation -organized- a- conference- in -Nadia -district
Published on: 23 October 2019, 10:18 IST