পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 10 April, 2020 12:48 PM IST

বর্তমান পরিস্থিতিতে মানুষের আর্থিক ও সামাজিক অবস্থা খুবই বিপন্ন! কোভিড-১৯ বা নভেল করোনা সংক্রমণের জেরে কাজকর্ম প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে  রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন। অন্যদিকে রিলায়েন্স ফাউন্ডেশনও নিজের আর্থিক সহযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তথা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় ১১০০০ খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেছেন অভুক্ত মানুষদের মধ্যে। এই খাদ্যসামগ্রীর প্যাকেটে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, হলুদ এবং রান্নার অন্যান্য সামগ্রী। 

এছাড়া রিলায়েন্স ফাউন্ডেশন এর উদ্যোগে ঘরে থাকা মানুষদের নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় মাল্টি লোকেশন অডিও কনফারেন্সিং দ্বারা চাষী ভাই, শ্রমিক, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, ১০০ দিনের কাজের শ্রমিক, গৃহবধূ ও অন্যান্যদেরকে নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছে - সেগুলি থেকে কি কি সুবিধা পাওয়া যাবে, কারা এই সুবিধার আওতায় আসতে পারেন, কিভাবে পরিষেবা পাবেন, এই সমস্ত বিষয়ের উপরে আলোচনা করা হয়।  রিলায়েন্স ফাউন্ডেশন পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ত্রাণ বিতরণ ও মাল্টি লোকেশন অডিও কনফারেন্স  জেলার বিভিন্ন ব্লকে করার চিন্তাভাবনা রয়েছে। এই প্রচেষ্টা ছাড়াও রিলায়েন্স ফাউন্ডেশন এর টোল ফ্রি নাম্বার ১৮০০ ৪১৯ ৮৮০০ নাম্বারে কল করলে মৎস্য চাষ, কৃষি, পশুপালন, স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত, আবহাওয়া ও কোভিড-১৯ সংক্রান্ত সরকারি যোজনা সম্পর্কে জানতে পারবেন । আগামী দিনে রিলায়েন্স ফাউন্ডেশন এই ধরনের প্রোগ্রাম  পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় করবেন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিনিধি।

তথ্যসূত্র – প্রদীপ পান্ডা (প্রতিনিধি, রিলায়েন্স ফাউন্ডেশন)

স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)

English Summary: Reliance Foundation took initiative to distribute packets of food items among poor people
Published on: 10 April 2020, 12:47 IST