পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 3 July, 2019 2:10 PM IST

২৭ শে মে, ২০১৯ তারিখে রিলায়েন্স ফাউন্ডেশন রমনা সারবেড়িয়া গ্রাম, ব্লক-ডোমকল, জেলা-মুর্শিদাবাদের ছোট ও প্রান্তিক কৃষকের জন্য রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে মাটি স্বাস্থ্য শিবির অনুস্ঠিত হয়। এই অনুস্ঠানে মাটির নমুনা পরীক্ষার জন্য ইফকো এর সহযোগিতা নেওয়া হয়। রিলায়েন্স ফাউন্ডেশন মোট ২৩২ টি কৃষকের মাটির নমুনা সংগ্রহ করে।ইফকো সেই দিনই ৬০ টি নমুনা পরীক্ষা করে এবং মাটি স্বাস্থ্য কার্ড দিয়ে দেয়।

ইফকো ১৫ দিনের মধ্যে বাকি মাটির নমুনা পরীক্ষা করে মাটি স্বাস্থ্য কার্ড দেবে।এই অনুস্ঠানে উপস্থিত ছিলেন মিঃ নিখিলেশ পাণ্ডে-কৃষি বিশেষজ্ঞ ও প্রাক্তন ডিডিএ (ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার) বীরভূম।

English Summary: Reliance-foundation's-activity-on-soil-testing
Published on: 03 July 2019, 02:10 IST