রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 11 February, 2019 12:45 PM IST

চা পর্ষদের শীতকালীন নিষেধাজ্ঞায় বন্ধ থাকা উত্তরবঙ্গের সমস্ত চা বাগান ১১ ফেব্রুয়ারী থেকে আবার খোলা হচ্ছে। পাতা তোলাও শুরু হবে। কারখানায় তা থেকে নতুন মরসুমে চা তৈরিও চালু হবে শীঘ্রই। অর্থডক্স ও গ্রিন টি তৈরিতে অবশ্য নিষেধাজ্ঞা উঠেছে দু’দিন আগে। আজ সিটিসি ও ক্ষুদ্র বাগানের পাতা তোলার উপরে নিষেধাজ্ঞা ওঠায় সব চা বাগানেই পাতা তোলা শুরু হচ্ছে।

প্রতি বছর মাঝ ডিসেম্বর থেকে মাস দুয়েক বাগান ও কারখানাগুলি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকার কথা। ওই সময় পাতার উৎপাদন নিম্নমানের হয় ফলে তা থেকে তৈরি চায়ের স্বাদ-গন্ধ কম থাকে। যা বাজারে পুরনো মজুত ভাল চায়ের সঙ্গে মিশলে সেগুলিরও মান খারাপ হওয়ার আশঙ্কা থাকে। ফলে মার খায় দাম। এটা রুখতেই বাগান বন্ধে এ বার কড়া হয়েছিল টি বোর্ড। ১৫ ডিসেম্বর থেকে এ রাজ্যের সব বাগান বন্ধের নির্দেশ ছিল। চা বাগানগুলি বন্ধ থাকায় এ বার ২.৫ কোটি কেজি চা কম আসবে বাজারে ফলে দাম বাড়তে পারে চায়ের।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: Reopening tea garden in north bengal
Published on: 11 February 2019, 12:45 IST