এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 18 May, 2023 12:44 PM IST

কৃষিজাগরণ ডেস্কঃ হঠাৎ বড়সড় রদবদল কেন্দ্রীয় মন্ত্রীসভায়।সরিয়ে দেওয়া হল আইন মন্ত্রী কিরণ রিজিজুকে।কিরণ রিজিজুর(Kiren Rijiju) জায়গায় নতুন কেন্দ্রীয় আইনমন্ত্রী হচ্ছেন অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal)। আইন থেকে সরিয়ে ভূবিজ্ঞান মন্ত্রকের (Earth Science Ministry) দায়িত্ব দেওয়া হয়েছে কিরেন রিজিজুকে।ইতিমধ্যে তাঁর টুইটার প্রোফাইলে আইনমন্ত্রী লেখাটি সরিয়ে ভূবিজ্ঞান দফতরের মন্ত্রী করা হয়েছে।

আরও পড়ুনঃ আসতে চলেছে মাছের টিকা, অন্তিম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ নন্দীগ্রামে

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে দফতর বদল সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।যদিও এই সংক্রান্ত কোনও তথ্যই আগে থেকে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি।সুত্রের মতে,সাম্প্রতিক সময়ে ‘কলেজিয়াম ব্যবস্থার স্বচ্ছতা’নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন কিরণ রিজিজু।সেই কারনেই আইনমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিরনের জায়গায় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে রাজস্থানের বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়ালকে।

আরও পড়ুনঃ WB Madhyamik Result 2023: মাধ্যমিকের ফল প্রকাশ কবে? খোদ জানালেন ব্রাত্য বসু

এ প্রসঙ্গে কপিল সিব্বল টুইট করে লেখেন, “কিরেন রিজিজু : এখন আইন নয় ভূবিজ্ঞান মন্ত্রী এখন আইনের পেছনের বিজ্ঞান বোঝা সহজ নয় এখন বিজ্ঞানের আইনের সাথে আঁকড়ে ধরার চেষ্টা করব শুভকামনা !”   

English Summary: Reshuffle in the cabinet! Kiren lost the law, the new minister is Arjun Ram Meghwal
Published on: 18 May 2023, 12:44 IST