কৃষিজাগরন ডেস্কঃ নিজেই গাড়ি চালিয়ে দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন ঋষভ পন্থ । পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় দলের ক্রিকেটার । দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নারসান বর্ডারে পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় বেশ জখম হয়েছেন ঋষভ পন্থ । তাঁর কপাল এবং পায়ে আঘাত লেগেছে। প্রাথমিকভাবে তাঁকে রুরকি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে দ্রুত দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
পান্থ বলেন, যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন গাড়ি চালানোর সময়। সে কারণে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং এই দুর্ঘটনা ঘটে। তিনি উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, যে পন্থ তাঁর গাড়ি চালাচ্ছিলেন। নরসান সীমান্তে ডিভাইডারে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। পন্থকে প্রথমে রুরকির সক্ষম হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ রাহুলের নিরাপত্তা আরও শক্তিশালী করার আরজি কংগ্রেসের
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার পরেই তাঁর গাড়িতে আগুন লেগে যায়। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।দুর্ঘটনার কিছুক্ষণ পর রাস্তা অন্য দিক দিয়ে যাচ্ছিল এক গাড়ি। সেই গাড়ি থেকে থাকা ব্যক্তি ঋষভের জ্বলন্ত গাড়ির ভিডিয়ো তুলেছেন। তাতে দেখা যাচ্ছে দাউদাউ করে জ্বলছে গাড়ি।
তাঁর পিঠেও আঘাত লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা পন্তের মাথায় ব্যান্ডেজ দেখা যাচ্ছে। তাঁর পিঠেও ঘর্ষণজনীত আঘাত দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ছবিতে।
আরও পড়ুনঃ মাতৃবিয়োগ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির
পুলিস সুত্রে খবর, গাড়িতে পন্ত একাই ছিলেন। ডিভাইডারে ধাক্কা লাগার পরেই পন্তের গাড়িতে আগুন লেগে যায়। উইন্ডস্ক্রিন গাড়ি থেকে বেরিয়ে আসেন পন্ত। তারকা ক্রিকেটার পায়ে চোট পেয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই ঘটনার পর একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয় ।যদিও কুয়াশার কারনে ছবি খুব একটা পরিষ্কার নয়। তবে বোঝা যাচ্ছে পন্থের মার্সিডিজ় গাড়িটি দ্রুত গতিতে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে থেমে যায়। দুর্ঘটনার পরই গাড়িতে আগুন লেগে যায়। গুরুতর আহত অবস্থায় গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন পন্থ। দুর্ঘটনার ফলে পন্থের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। পিঠের দিকে খানিকটা পুড়েও গিয়েছে তাঁর।