এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 6 June, 2023 2:20 PM IST
বৃক্ষভিত্তিক চাষের ওপর জোর দিয়ে বিশেষ উদ্যোগ সদগুরুর

কাবেরি নদীকে পুনরুজ্জীবিত করতে এবং কৃষকদের অর্থনীতির উন্নতি করতে ২০১৯ সালে সদগুরু কাবেরি কলিং আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হল তামিলনাড়ু এবং কর্ণাটকে কাবেরি নদীর তীরে যে কৃষি এলাকা রয়েছে সেখানে ২৪২ কোটি গাছ লাগানো।

গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে এই কাবেরি কলিং আন্দোলনের অধীনে গোটা তামিলনাড়ু জুড়ে ১ কোটি গাছ লাগানোর কাজ শুরু করা হবে। প্রায় ১৪০ জন কৃষকের জমিতে ১ লক্ষ চারা রোপণ করা হবে।

এই মহান উদ্যোগে সামিল হবেন বিভিন্ন বিধায়ক, মেয়র। সমাজকর্মী, ছাত্র এবং সাধারণ জনগণ। ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন কাজ। সাইকেল র‍্যালি, ম্যারাথন, এবং প্ল্যাকার্ড সহ শোভাযাত্রা করা হবে। যেখানে বৃক্ষভিত্তিক কৃষির উপকারিতা সম্পর্কে জনসচেতনতার বানী প্রচার করা হবে।

আরও পড়ুনঃ  কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশকের পরিচিতি

৪ এবং ৫ই জুন এই আন্দোলনের সূচনা হিসেবে পুডুকোট্টাই, তিরুভারুর, নাগাপট্টিনম, থাঞ্জাভুর, কুদ্দালোর, আরিয়ালুর, সালেম, ধর্মপুরি, নামাক্কাল, করুর, কোয়েম্বাটোর, তিরুপুর, থেনি, মাদুরাই, কানদিউমনগর, দিনদুমনগর সহ ৩৬টি জেলায় চারা রোপণের কাজ শুরু হয়।

আরও পড়ুনঃ  পুকুরে মাছ চাষের জন্য জৈব সার তৈরি করবেন যেভাবে

প্রসঙ্গত, এই আন্দোলনের অংশ হিসেবে ইতিমধ্যেই কৃষকরা তাঁদের জমিতে প্রায় ৪ কোটি গাছ লাগানো সম্পন্ন করেছেন। যা একটি মাইলফলক তৈরি করেছে। কৃষকরা তাঁদের জমিতে সেগুন, নিম, লাল চন্দন, বটগাছের চারা রোপণ করেছেন। যা পরিবেশের উন্নতিতে সাহায্যে করবে পাশাপাশি তাঁদের অর্থনৈতিক দিকও উন্নত হবে।

বৃক্ষভিত্তিক কৃষি কতটা প্রয়োজনীয় তাঁর পাঠ পড়াচ্ছেন কাবেরি কলিং এ অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবকরা। তাঁরা কৃষকদের কাছে গিয়ে দিচ্ছেন বিভিন্ন পরামর্শ। মাটির সাথে মানানসই গাছ নির্বাচন, প্রশিক্ষণ সেশন পরিচালনা, ইত্যাদি বিষয়ে সহায়তা প্রদান করছেন।

English Summary: Sadguru's special initiative with emphasis on tree-based farming
Published on: 06 June 2023, 02:20 IST