Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 12 November, 2018 12:34 PM IST

গত বছর ওপার বাংলা থেকে আগত ঝলসা রোগের জীবাণু থেকে গমের চাষ বাঁচাতে সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদীয়ায় তিন বছরের জন্য Wheat Holiday র সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের মত এবছরও  কৃষি দপ্তর কোমর বেঁধে নেমেছে গম চাষ বন্ধে সচেতনতার সঙ্গে বিকল্প চাষের ব্যবস্থা করতে।

দক্ষিণ দিনাজপুর জেলায় কৃষি দপ্তর রবি চাষের বিকল্প বীজ হিসাবে সর্ষে ও মুসুরের বীজ চাষিভাইদের দিয়েছে। গত রবিবার কৃষিমন্ত্রী মুর্শিদাবাদ জেলার অগ্রগতি পর্যালোচনা করেছেন। এই জেলায় রানীনগর-2 এর মত ব্লকে প্রশাসনকে সাথে নিয়ে সাইকেল সাইকেল রেলি অবধি আয়োজিত হয়েছে। 

প্রতি জেলাতেই চাষিদের আর্থিক দিকটির কথা মাথায় রেখে ডালশষ্য ও তৈলবীজের বীজ দেওয়া হচ্ছে। বিধান চন্দ্র কৃষিবিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটি ছত্রাক ঘটিত রোগ ও এর জীবাণু হাওয়ার মাধ্যমে 5 কিমি অবধি সংক্রমণের ক্ষমতা রাখে। যথাযথ রোগনাশক না থাকায় কিছুদিন চাষ বন্ধ রাখা দরকার।

মালদা মুর্শিদাবাদে ব্যপক প্রচারের সঙ্গে সর্বাত্বক সচেতনতা চলছে বলে জানা গেছে। প্রয়োজনে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা আছে।আগামী মরশুমের জন্যও এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে সকলস্তরের কৃষিবিদরা। শুধু চাষ বন্ধ রাখা নয়, আগামীর বিকল্প কৃষির ভাবনাটা ভাবতে হবে এখন থেকেই। দানাশষ্য নির্ভর  চাষের আগে এবার ডালশষ্য ও তৈলবীজ চাষের প্রসার আর একই ফসলের আবাদ না করে বৈচিত্রকরণের লক্ষ্যে এগোতে হবে। গমের ঝলসার মত মহামারি তবেই আমরা রূখতে পারবো।

- রুনা নাথ

English Summary: Saving wheat
Published on: 08 November 2018, 09:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)