পুকুর পাড়েই তৈরী করা যেতে পারে মাছের বিভিন্ন প্রাকৃতিক খাবার মাশরুমের রোগ ও পোকা এবং তার নিয়ন্ত্রণ বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন!
Updated on: 11 May, 2020 1:36 PM IST

মোবাইল অ্যাপ YONO-র মাধ্যমে কোনও এমারজেন্সি লোন দেওয়া হচ্ছে না, গুজব উড়িয়ে এই বার্তা স্পষ্ট জানাল এসবিআই৷ সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে জানানো হয়েছে- গত কয়েকদিনে YONO-র মাধ্যমে এমারজেন্সি লোন দেওয়ার একটি খবর ছড়িয়ে পড়ে সর্বত্র, কিন্তু বর্তমানে এই ধরণের কোনও লোন ব্যাঙ্ক দিচ্ছে না৷

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিল, লকডডাউন পিরিয়ডে নাকি এমারজেন্সি লোনের সুবিধা প্রদান করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷ এই এমারজেন্সি লোন বা আপৎকালীন ঋণ গ্রহণের জন্য ব্যক্তিকে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই৷ বাড়িতে বসেই পেয়ে যাবেন এই লোন৷ তাও আবার বেশিদিন অপেক্ষা করতে হবে না৷ মাত্র ৪৫ মিনিটেই পেয়ে যাবেন এই এমারজেন্সি লোন৷

সেই সঙ্গে এমন খবরও উঠে আসে যেখানে বলা হয়, এই লোন যারা গ্রহণ করবে তাদের ৬ মাস পর্যন্ত কোনও ইএমআই দিতে হবে না৷ অর্থাৎ চলতি মাসে কেউ লোন নিলে তাকে আগামী ৬ মাস কোনও ইএমআই দিতে হবে না, তবে তারপর থেকে শুরু হবে ইএমআই৷ এই লোন নিতে হলে যে কোনও দিন আবেদন করা যাবে৷ গ্রাহকদের জন্য ১০.৫০ শতাংশ হারে সুদ রাখা হয়েছে যা তুলনামূলকভাবে সস্তা৷ কিন্তু YONO-র মাধ্যমে এমন কোনও সুবিধা গ্রাহকদের দেওয়া হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে৷

তবে জানা গিয়েছে, লকডাউনে বর্তমান পরিস্থিতিতে এসবিআই গ্রাহকেরা যারা নগদ টাকার সমস্যায় পড়েছেন তাদের জন্য খুব শীঘ্রই একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ YONO-র মাধ্যমে আগাম অনুমোদনের ভিত্তিতে ব্যাক্তিগত ঋণ প্রদানের বিষয়ে চিন্তা-ভাবনা চলছে, তবে এখনই কিছু ঘোষণা করা হয়নি বলে জানা গিয়েছে৷

তবে লকডাউনের মধ্যে প্রবীণ নাগরিকদের মুখে হাসি ফোটাতে রয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক বিশেষ ডিপোজিট স্কিম বা স্পেশাল এফডি স্কিম, যার নাম এসবিআই উইকেয়ার ডিপোজিট৷ ক্রমশ কমতে থাকা সুদের হারের এই সময়ে এই প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষা প্রদান করা সম্ভবপর হবে এই পদক্ষেপের মাধ্যমে৷ 

জানা গিয়েছে, সিনিয়র সিটিজন-দের পাঁচ বছর বা তার বেশি মেয়াদের রিটেল টার্ম ডিপোজিটের ওপর অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্টের প্রিমিয়াম পাওয়া যাবে৷ এই স্কিমের সুবিধা পাওয়া যাবে চলতি বছরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত৷

বর্ষা চ্যাটার্জি

English Summary: SBI Alert, No Emergency Loans Up to Rs 5 lakh through YONO
Published on: 11 May 2020, 01:36 IST