'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 11 May, 2020 1:36 PM IST

মোবাইল অ্যাপ YONO-র মাধ্যমে কোনও এমারজেন্সি লোন দেওয়া হচ্ছে না, গুজব উড়িয়ে এই বার্তা স্পষ্ট জানাল এসবিআই৷ সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে জানানো হয়েছে- গত কয়েকদিনে YONO-র মাধ্যমে এমারজেন্সি লোন দেওয়ার একটি খবর ছড়িয়ে পড়ে সর্বত্র, কিন্তু বর্তমানে এই ধরণের কোনও লোন ব্যাঙ্ক দিচ্ছে না৷

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিল, লকডডাউন পিরিয়ডে নাকি এমারজেন্সি লোনের সুবিধা প্রদান করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷ এই এমারজেন্সি লোন বা আপৎকালীন ঋণ গ্রহণের জন্য ব্যক্তিকে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই৷ বাড়িতে বসেই পেয়ে যাবেন এই লোন৷ তাও আবার বেশিদিন অপেক্ষা করতে হবে না৷ মাত্র ৪৫ মিনিটেই পেয়ে যাবেন এই এমারজেন্সি লোন৷

সেই সঙ্গে এমন খবরও উঠে আসে যেখানে বলা হয়, এই লোন যারা গ্রহণ করবে তাদের ৬ মাস পর্যন্ত কোনও ইএমআই দিতে হবে না৷ অর্থাৎ চলতি মাসে কেউ লোন নিলে তাকে আগামী ৬ মাস কোনও ইএমআই দিতে হবে না, তবে তারপর থেকে শুরু হবে ইএমআই৷ এই লোন নিতে হলে যে কোনও দিন আবেদন করা যাবে৷ গ্রাহকদের জন্য ১০.৫০ শতাংশ হারে সুদ রাখা হয়েছে যা তুলনামূলকভাবে সস্তা৷ কিন্তু YONO-র মাধ্যমে এমন কোনও সুবিধা গ্রাহকদের দেওয়া হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে৷

তবে জানা গিয়েছে, লকডাউনে বর্তমান পরিস্থিতিতে এসবিআই গ্রাহকেরা যারা নগদ টাকার সমস্যায় পড়েছেন তাদের জন্য খুব শীঘ্রই একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ YONO-র মাধ্যমে আগাম অনুমোদনের ভিত্তিতে ব্যাক্তিগত ঋণ প্রদানের বিষয়ে চিন্তা-ভাবনা চলছে, তবে এখনই কিছু ঘোষণা করা হয়নি বলে জানা গিয়েছে৷

তবে লকডাউনের মধ্যে প্রবীণ নাগরিকদের মুখে হাসি ফোটাতে রয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক বিশেষ ডিপোজিট স্কিম বা স্পেশাল এফডি স্কিম, যার নাম এসবিআই উইকেয়ার ডিপোজিট৷ ক্রমশ কমতে থাকা সুদের হারের এই সময়ে এই প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষা প্রদান করা সম্ভবপর হবে এই পদক্ষেপের মাধ্যমে৷ 

জানা গিয়েছে, সিনিয়র সিটিজন-দের পাঁচ বছর বা তার বেশি মেয়াদের রিটেল টার্ম ডিপোজিটের ওপর অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্টের প্রিমিয়াম পাওয়া যাবে৷ এই স্কিমের সুবিধা পাওয়া যাবে চলতি বছরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত৷

বর্ষা চ্যাটার্জি

English Summary: SBI Alert, No Emergency Loans Up to Rs 5 lakh through YONO
Published on: 11 May 2020, 01:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)