জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র
১২ ফেব্রুয়ারী, ২০১৯, রামসাই
আজ প্রতি বছরের ন্যায় এবারও জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র তাঁদের ভবিষৎ এর দিকনির্দেশ ঠিক করার জন্য তাদের "সায়েন্টেফিক এডভাইজারী কমিটির" একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় গেল। এই সভায় বর্ণময় উপস্থিতি ছিল পশ্চিমবঙ্গের পশু ও মৎস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শ্রী পূর্ণেন্দু বিশ্বাসের ও ডিরেক্টর অফ রিসার্স (এক্সটেনশন অফ ফার্ম) এর প্রফেসর শ্রী অরুনাসিস গোস্বামীর।
প্রফেসর শ্রী অরুনাসিস গোস্বামী আজকের এই বৈঠকের সভাপতি হিসেবে সভাটিকে পরিচালনা করেন। এছাড়া এই সভায় উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের সমস্ত কর্ম কর্তা সহ আটারির বিজ্ঞানী (ATARI)ডক্টর এস কে রায়, নাবার্ডের ডি ডি এম শ্রী গণেশ বিশ্বাস, কৃষি জাগরণ এর পক্ষে রিজিওনাল ম্যানেজার শ্রী অমরজ্যোতি রায় প্রমুখ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের আগামী সংখ্যার পত্রিকায়।
- অমরজ্যোতি রায় (amarjyoti@krishijagran.com)