কৃষিজাগরন ডেস্কঃ পটল হচ্ছে সব্জীর শ্রেণীতে এক কুমড়ো জাতীয় পারলাম এটা একর বশেীয় চারাগাছ হচ্ছে, যার তার আর মাদা ফুল আলাদা-আলাদা ভাবে চারাগাছে আসে। এর চাষ করে এই ক্ষেত্রের কৃষকেরা অধিক লাভ অর্জন করতে পারেন।
মাটি তৈরী
জমিতে উল্টো লাঙয়ল চালিয়ে এক বার জুতাই করে দুই থেকে তিন বার কাল্টিভেটর বা দেশী লাঙল দিয়ে জুতাই করে বীজ রোপণের জন্য নালা বা গর্ত বানিয়ে তাতে কার্বনিক সারের সম্পূর্ণ মাত্রা এবং রাসায়নিক সারের প্রারম্ভিক মাত্রা জমিতে মেশান।
আরও পড়ুনঃ তারাচাঁদের মত আপনিও প্রাকৃতিক চাষ থেকে প্রচুর মুনাফা অর্জন করতে পারেন
চারাগাছ রোপণের সময়
চারাগাছ রোপণের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে জানুয়ারী মাস ।
চারাগাছ রোপণ
চারাগাছ রোপণ করার সময় এটা মাথায় রাখবেন যে, মাদা চারাগাছ এবং নর চারাগাছের অনুপাত যেন ৯ : ১ হয়।
আরও পড়ুনঃ চাষে লাভজনক কেঁচোসার তৈরীতে সাশ্রয়কারী প্রযুক্তি দেখাচ্ছে নতুন দিশা
এক লাইন থেকে অন্য লাইনের দূরত্ব ১ মিটার এবং এক চারাগাছ থেকে অন্য চারাগাছের দূরত্ব ৫০ সেমি. রাখা উচিত।
সার
৫ টন পচা গোবর সার বা কম্পোষ্ট ৭০ কিগ্ৰা. ডাই এ্যামোনিয়ম ফোফেট এবং ৩২ কিগ্রা, পোটাশিয়ম সালফেট - প্রতি একর হিসেবে মাটিতে মেশান ।
তারপর ২০ ইউরিয়া রোপণের ২০- ২৫ দেন পরে দু বারে টপ ড্রেসিং করুন এবং ৩২ কিগ্রা. পোটাশিয়ম সালফেটের টপ ড্রেসিং রোপণের তিন মাস পরে করুন ।
ট্রেনিং
পটলের লতাগুলোকে মাণ্ডব বানিয়ে চড়ালে ফসলের গুণবত্তা এবং উৎপাদন বৃদ্ধি পায়। সুতরাং পটলের চাষ মাণ্ডব পদ্ধতিতেই করা উচিত।
নিরাই-গুড়াই
ফসলের সম্পূর্ণ জীবন চক্রে প্রক্ষেত্র আগাছা মুক্ত হওয়া উচিত। ফসলের প্রারম্ভিক অবস্হাতেই অবস্থাতেই মাটি চড়ানোর কাজ পূর্ণ করে নেওয়া উচিত।
সেচ কার্য
পটলের ফসলে শরৎ খাতুতে ৮ - ১০ দিন এবং গ্রীষ্ম ঋঋতুতে ৪ ৫ দিন পরে-পরে হাল্কা সেচ কার্য করা আবশ্যক হয়।
ফসল সুরক্ষা
ক) কীট নিয়ন্ত্রণ
০১. লাল কটু বীটল এই মাসের কীটের প্রকোপ ফেব্রুয়ারী থেকে এপ্রিল মাসের মধ্যে হয়। । এই কীট নিয়ন্ত্রণ করার জন্য কার্বরিল ০১ মিলি. - প্রতি লিটার জলের হিসেবে ছেটান।
- ঝ্লিষ্টর বীটল
এই কীট ফসলের ফুল খেয়ে নেয়। এর নিয়ন্ত্রণের জন্য কার্বেরিল ধূল ১০ কিগ্রা - একর হিসেবে প্রয়োগ করুন৷
০৩.ফল এবং কাণ্ড ছেদক
এই কীটের নিয়ন্ত্রণ করার জন্য কানল ফস্ বা মিথাইল প্যারাথিয়ন অথবা ফোসফ্রোমিডান ০১ মিলি. প্রতি লিটার জলের হিসেবে ছেটান ।
খ) রোগ নিয়ন্ত্রণ
০১. পাতার ঝলসা রোগ
১.৫ গ্রাম - প্রতি লিটার জলের হিসেবে কার্বেণ্ডাজিম ১০ দিন পরে-পরে ছেটান ।
তুড়াই
চারাগাছ রোপণের ৩ - ৪ মাস পরে তুড়াই-এর কাজ শুরু হয়ে পড়ে।
ফসল
পটলের গড়পড়তা ফসল ৫০ থেকে ৬০ কুইন্টাল প্রতি একর হয়।